shono
Advertisement

Weather Update: বড়দিনে শীতে কোপ, কলকাতা-সহ রাজ্যজুড়ে কার্যত উধাও ঠান্ডা

কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান পরিষেবা।
Posted: 09:21 AM Dec 25, 2022Updated: 09:41 AM Dec 25, 2022

নিরুফা খাতুন: বড়দিনে শীতে কোপ। সকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে কার্যত উধাও শীত। তুলনামূলক উষ্ণ ক্রিসমাসের সাক্ষী উৎসবমুখর রাজ্যবাসী। সকালে কুয়াশার চাদরে মুখ ঢেকেছিল তিলোত্তমা। যদিও বেলা বাড়ার সাথে আকাশ পরিষ্কার হয়ে যায়। এদিকে, বড়দিনে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজায় থাকবে ঘন কুয়াশার দাপটও।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯৪ শতাংশ। রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিনের জন্য শীতের আমেজ কার্যত উধাও হবে। রবিবার থেকে আগামী তিনদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ঘন এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বড়দিনে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় দমদম বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়।

[আরও পড়ুন: এবার পড়ুয়াদেরও মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা কেরলের বিশ্ববিদ্যালয়ের]

এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে। আপাতত এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর। সোমবার এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ শ্রীলঙ্কা ও কোমোরিন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হবে কেরলে। মঙ্গলবার লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগর ও কোমরিন সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পূর্ব ভারতে আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে। চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর থেকে দু’দিনে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উত্তর-পশ্চিম ভারতে আগামী তিনদিনে তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। তারপর থেকে একই পরিস্থিতি বজায় থাকবে। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি।

[আরও পড়ুন: ‘ভিখারি হয়ে গিয়েছি আমরা’, রাজ্য সরকারকে বিঁধতে গিয়ে বিতর্কে দিলীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার