শেখর চন্দ, আসানসোল: আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। আচমকা একটি গাড়ি চলে আসার মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সামনে থাকা পাইলট গাড়িতে। জখম হন বেচারাম মান্না। সিঙ্গুরে গিয়ে চিকিৎসা করানোর কথা তাঁর।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসানসোলে গিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না। সাত সকালে কল্যানেশ্বরী মন্দিরে মন্দিরে পুজো দেন তিনি। তারপর সুফল বাংলার দুটো বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন। এরপরই কলকাতায় ফিরছিবেন তিনি। বর্ধমানের জৌগ্রাম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর গাড়ি। সূত্রের খবর, আচমকা পাইলট গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। ফলে পাইলট গাড়িটি আচমকা ব্রেক কষে। সেই কারণেই মন্ত্রীর গাড়িটি গিয়ে ধাক্কা দেয় পাইলট কারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মন্ত্রীর গাড়ি। জখম হন মন্ত্রী নিজেও।
[আরও পড়ুন: নবান্ন অভিযান: মাঠে নামার আগেই ‘বোল্ড’ শুভেন্দু, দিলীপের দৌড় হাওড়া ব্রিজ! প্রতিরোধে শুধু সুকান্ত]
সূত্রের খবর, সিউরিতে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন মন্ত্রী। তাঁর চোট গুরুতর নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। কিছুক্ষণের জন্য ব্যহত হয়েছিল যান চলাচল।