অর্ণব দাস, বারাকপুর: বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে সোমবার রাতের ভিডিও কলে কথা বলেন খড়দহের বাসিন্দা ক্যানসার আক্রান্ত ষাটোর্দ্ধ শিবানী চক্রবর্তী। এরপর বুধবার তার দক্ষিণপল্লী বাড়িতে যান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকার।
মন্ত্রী শিবানীদেবী এবং তার পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। পরে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে ওঁরা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। এখন সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই চিকিৎসা চলছে। সাধ্যমত ওঁদের পাশে দাঁড়াব জানিয়েছি। শাহরুখ খান অনেক বড় মাপের মানুষ। চরম ব্যস্ততার মধ্যেও তিনি ওঁদের সঙ্গে কথা বলেছেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এটা অত্যন্ত প্রশংসাযোগ্য।”
[আরও পড়ুন: অনলাইনে ফাঁস আদা শর্মার নম্বর! ক্রমাগত ভুয়ো ফোনের জেরে অতিষ্ঠ ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা]
প্রসঙ্গত, শিবানী চক্রবর্তী একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। বাড়িতে তাঁর মেয়ে প্রিয়া এবং স্বামী রয়েছেন। অবসর নেওয়ার পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শিবানীদেবী। ২০২১ সালে তার মেরুদণ্ডে সমস্যা দেখা দেয়। চিকিৎসা করানোর পর ২০২২ সালে তার ক্যানসার ধরা পড়ে। তাঁর স্বামীও অবসরপ্রাপ্ত ছিলেন। পরিবারে একমাত্র উপার্জন করতেন তাঁর মেয়ে প্রিয়া চক্রবর্তী। কিন্তু মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেখভালের জন্য মেয়েও কাজ ছাড়তে বাধ্য হন।
প্রথম থেকেই শিবানীদেবী এবং তাঁর মেয়ে শাহরুখ খানের অন্ধ ভক্ত ছিলেন। তাই প্রিয়া মায়ের সঙ্গে সময় কাটানোর সময় শাহরুখ খানের সিনেমা দেখতেন, কিং খানের সম্পর্কে আলোচনা করতেন। দেখা যেত ক্যানসারে আক্রান্ত বৃদ্ধার মানসিকভাবে কিছুটা চাঙ্গা থাকছেন। তখন থেকেই প্রিয়া ঠিক করেন মায়ের সঙ্গে শাহরুখ খানের দেখা করাবেন। প্রথমে তিনি ভেবেছিলেন মাকে মুম্বাইয়ে নিয়ে যাবেন। কিন্তু শিবানীদেবীর অসুস্থ শরীর এতটা যাতায়াতের ধকল নিতে পারত না। তাই সোশ্যাল মাধ্যমেই এই ইচ্ছে প্রকাশ করেন মেয়ে। একইসঙ্গে নিজের সাধ্যমত কিং খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন ক্যানসার আক্রান্তের মেয়ে।
[আরও পড়ুন: একেবারেই ‘ফ্লপ’ শো! বনগাঁর হল পেল, কিন্তু দর্শকদের মন পেল না ‘দ্য কেরালা স্টোরি’]
বিষয়টি নিয়ে শাহরুখের ফ্যান ক্লাব প্রচার করে। অবশেষে কিং খানের কাছে এই খবর গিয়ে পৌঁছায়। সোমবার শাহরুখের অফিস থেকে ফোন করে জানানো হয় রাতে স্বয়ং কিং খান কথা বলবেন শিবানী দেবীর সঙ্গে। রাত ন’টার পর আসে সেই মহেন্দ্রক্ষণ। ৩০ মিনিটের বেশি সময় শিবানী দেবী এবং তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ‘পাঠান’।