shono
Advertisement

আজানের সুর বাজুক লাউডস্পিকারেই, রমজান মাসে বেনজির সিদ্ধান্ত মার্কিন শহরে

লাউডস্পিকার সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে মার্কিন শহরটি।
Posted: 11:37 AM Apr 16, 2023Updated: 11:37 AM Apr 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে পাঁচবার লাউডস্পিকারে আজানের (Adhan) ধ্বনি শোনানো যাবে, এই মর্মে আদেশ দিল মিনেপলিস সিটি কাউন্সিল। এই প্রথমবার এহেন নির্দেশ দিল কোনও মার্কিন শহর। জানা গিয়েছে, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নিয়েছে শহরের প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট পাঁচ সময়ে নিয়ম মেনে লাউডস্পিকারেই আজান শোনানো হবে। রমজান মাস চলাকালীনই এই নির্দেশ এসেছে প্রশাসনের তরফে।

Advertisement

একাধিক মার্কিন শহরেই লাউডস্পিকার (Loud Speaker) বাজানোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। খুব ভোরবেলা বা রাতের দিকে লাউডস্পিকারের ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, সকাল সাতটার আগে এবং রাত দশটার পরে ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। এই নিয়মের ফলে দিনের প্রথম আজান লাউডস্পিকারে বাজাতে পারে না মসজিদগুলি। এবার থেকে বদলাতে চলেছে সেই নিয়ম, এমনটাই জানিয়েছে মিনেপলিস প্রশাসন।

[আরও পড়ুন: ৬ বছরে ১০ হাজার এনকাউন্টার, মৃত ১৮৩, যোগীর শাসন যেন এনকাউন্টার রাজ]

প্রথম মার্কিন শহর হিসাবে এহেন সিদ্ধান্ত নিয়েছে মিনেপলিস (Minneapolis)। জানা গিয়েছে, নগর প্রশাসনের অন্তত ১৩ জন সদস্য ইসলাম ধর্মাবলম্বী। জনসংখ্যার মধ্যেও মুসলিমদের আধিক্য রয়েছে। ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর একজন আধিকারিক জানিয়েছেন, “ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনেপলিসের অন্যতম প্রধান আদর্শ। তাছাড়াও আমাদের দেশের সংবিধান তো রাতের বেলা ঘুমায় না।”

তিন বছর আগে থেকেই নতুন নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনেপলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার লাউডস্পিকার বাজানো শুরু হয়। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে এহেন কাজে আপত্তি করেননি অমুসলিম জনতা। বরং তাঁদের দাবি, আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই। 

[আরও পড়ুন: স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement