সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজা শেষে পবিত্র ইদের (Eid 2023) দিন। এমন দিনে আল্লাহর কাছে ‘রেহেম’ চেয়ে একটাই প্রার্থনা মীর আফসার আলির (Mir Afsar Ali)। একটু মেঘ, একটু পানি আর একটু ছায়া।
দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকলেও তালিকায় নাম ছিল না কলকাতার। ফলে কলকাতাবাসীকে স্বস্তির বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মীর লেখেন, “এবার এই ইদে আল্লাহ সত্যি সত্যি মেঘ দে, পানি দে, ছায়া দে…খুব গরম, আল্লাহ। রেহেম আল্লাহ। ঈদ মোবারক।”
[আরও পড়ুন: ‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল, এবার তুলকালাম থাইল্যান্ডে]
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata)। শনিবার অর্থাৎ ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার।
‘এবারের মতো গরম বহু বছর পড়েনি।’ এমন কথাই শোনা যাচ্ছে। এপ্রিলেই বাংলার তাপমাত্রা চল্লিশের উপরে। তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত। গরমে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহের জন্য সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন। তবে শুক্রবার মেঘলা আবহাওয়ার দরুণ গরম কিছুটা হলেও কম ছিল। আশা করা যায়, রবিবার স্বস্তির বৃষ্টি মীরের পাশাপাশি কলকাতাবাসীও পাবেন।