দেব গোস্বামী, বোলপুর: বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) চত্ত্বরে। বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।
অপহৃত ছাত্রের নাম পান্না চা। তিনি আদতে মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে পিএইচডি করছেন তিনি। শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হন। সেই সময় এক বন্ধু ছিল ওই ছাত্রের সঙ্গে। জোরপূর্বক ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ওই ছাত্রের ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: ঋণ শোধের জন্য নিজের কিডনি বিক্রি করতে চান! জেলাশাসকের কাছে আবেদন মহিলার]
বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন অপহৃত ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়। তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এভাবে তুলে নিয়ে যাওয়া হল ওই ছাত্রকে, তা নিয়ে জারি ধোঁয়াশা।