শংকরকুমার রায়, রায়গঞ্জ: পুজোর মরশুমে পঞ্চায়েত সদস্যের বসতবাড়িতে অভিনব কৌশলে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সোমবার মধ্যরাতে জানলার লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে বিষাক্ত মাদক ছড়িয়ে সোনার গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় আলমারিতে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের পণ্ডিতপোতা ২ নম্বর পঞ্চায়েতের সুভাষনগর কলোনিতে ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার সকালে ঘুম ভাঙতেই মাথায় হাত গৃহস্থের।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গরমের কারণে সোমবার পরিবারের কয়েকজন সদস্য বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। তবে গৃহবধূ ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুষ্কৃতীরা জানলার লোহা কেটে ঘরে ঢোকে। সম্ভবত ঘুমের তরল ওষুধ বিছানায় ছিটিয়ে লুঠপাট চালায় তারা। বাড়ির কর্তা অধীর বিশ্বাসের দাবি, আলমারি থেকে প্রায় ছয় লক্ষ টাকার মূল্যে সোনার গহনা এবং প্রায় তিন লক্ষ টাকা চুরি করেছে দুষ্কৃতীরা। ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন বধূর গলা থেকে সোনার হার পর্যন্ত টেনে নেওয়া হয়। তাঁর কথায়, ঘরে দুষ্কৃতীরা দীর্ঘসময় ধরে লুঠপাঠ চালায়। অথচ আশ্চর্যজনকভাবে ঘটনার বিন্দুবিসর্গ ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘর তছনছ।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহভর চলবে দুর্যোগ, কমবে তাপমাত্রাও]
ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, মাস দুই ধরে একের পর এক বাড়িতে চুরি ডাকাতি চলছে। পুলিশ প্রশাসন চুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”