সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railway) বেসরকারিকরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধতে গিয়ে বিপাকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ট্রেনের দেওয়ালে আদানির (Adani) সংস্থার স্ট্যাম্প থাকা একটি ভিডিও পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, “ভারতের লাইফ লাইনকে শিল্পপতি বন্ধুদের কাছে বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিজেপি। তাই সরকারি সামগ্রীর গায়েও বেসরকারি সংস্থার স্ট্যাম্প থাকছে।”
বুধবার ওই ছবির আড়ালে থাকা ঘটনাটি প্রকাশ করে পিআইবি। জানায়, কংগ্রেস নেত্রীর অভিযোগ সঠিক নয়। ট্রেনের দেওয়ালে আদানির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যেখান থেকে ভারতীয় রেলের আয় হয়। স্বাভাবিকভাবেই এই পোস্ট করে বেজায় বিপাকে পড়েছেন কংগ্রেস নেত্রী।
[আরও পড়ুন : গাধার মল ব্যবহার করে ভেজাল মশলা তৈরি! উত্তরপ্রদেশে গ্রেপ্তার ‘হিন্দু যুব বাহিনী’র নেতা]
প্রিয়াঙ্কা ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে ট্রেনের গায়ে আদানি ওয়ালমার্টের স্ট্যাম্প থাকতে দেখা গিয়েছে। পোস্টে কংগ্রেস নেত্রী লেখেন, “কোটি কোটি ভারতীয়র রক্ত জল করা পরিশ্রম দিয়ে এই রেল তৈরি হয়েছে। সেখানে বিজেপি তার কোটিপতি বন্ধু আদানির স্ট্যাম্প দিচ্ছে। আর কিছুদিন পর রেলের বেশিরভাগটাই প্রধানমন্ত্রী তাঁর কোটিপতি বন্ধুদের কাছে বিক্রি করে দেবেন।” তিনি আরও লেখেন, “কৃষকরা লড়াই করছে যাতে ওই কোটিপতিরা অন্তত কৃষিক্ষেত্রটা না কেড়ে নিতে পারে। তাঁরা একদম ঠিক করছেন।”
[আরও পড়ুন : কৃষি আইন নিয়ে সমস্যা মেটাতে কমিটি গড়তে পারে সুপ্রিম কোর্ট, অবস্থানে অনড় কৃষকরা]
গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলও ওই ভিডিও পোস্ট করেছিলেন। তিনি অবশ্য তাঁর পোস্টে বিজ্ঞাপনের কথা পোস্টে উল্লেখ করেছিলেন। তারপরেও সেই দলের নেত্রী কীভাবে এই ভুল করলেন, তা অনেকেই বুঝে পাচ্ছেন না।
এদিকে কংগ্রেস নেত্রীর পোস্টটিকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে পিআইবি (PIB)। তাঁরা সাফ জানিয়ে দেন, “এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক উদ্দেশে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখান থেকে ভারতীয় রেলের আয় হয়।”