সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে একগুচ্ছ রেকর্ড তাঁর ঝুলিতে আগেই ছিল। এবার মুকুটে আরও একটি নয়া পালক যুক্ত মিতালি রাজের। সবচেয়ে বেশি সংখ্যক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এবার এভাবে বিশ্বই মহিলা ক্রিকেটের ইতিহাসে নাম লেখালেন ভারতীয় তারকা।
মঙ্গলবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন মিতালি। দলের দায়িত্ব কাঁধে নেওয়ার পর এখনও পর্যন্ত মোট ১১৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। টপকে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডকে। যিনি ১১৭টি ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন ছিলেন। মিতালির অধিয়ানকত্বে ভারতীয় প্রমিলাবাহিনী জিতেছে মোট ৭২টি ম্যাচ। ৪৩টি ম্যাচে পরাস্ত হয়েছেন। জয়ের গড় ৬২.৬০।
[মহামেডানের কাছে হারের জের, চাকরি যাচ্ছে সুভাষ ভৌমিকের]
দেশের জার্সি গায়ে ১৯৫টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তাঁর দুর্দান্ত কেরিয়ার আরও উজ্জ্বল হয়েছে বিশ্বকাপে। তাঁর নেতৃত্বেই দু’বার ভারতীয় মহিলা দল পৌঁছেছিল বিশ্বকাপের ফাইনালে। ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল দল। এক যুগ পর গত বছর ফের বিশ্বজয়ী হওয়ার হাতছানি ছিল মিতালি এন্ড কোম্পানির সামনে। দুরন্ত পারফর্ম করেও শেষমশে ইংল্যান্ডের কাছে হারে ভারত। তবে বিশ্বমঞ্চে ভারতের সেই সাফল্য এ দেশে মহিলা ক্রিকেটের চেহারাটা অনেকখানি পালটে দিয়েছিল। মহিলাদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে ওঠে ক্রিকেট। আর সেখানেই জিতে গিয়েছিলেন মিতালিরা।
আপাতত শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন ভারতীয় মহিলারা। প্রথম ম্যাচেই বাজিমাত করেছে দল। মাত্র ৯৮ রানে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে দেন ঝুলন গোস্বামীরা। ব্যাট হাতে আবার ভেলকি দেখান স্মৃতি মন্দনা। ৭৬ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। ন’উইকেটে জেতে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজের পর রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
[গর্বের ওভালে লজ্জার হার ভারতের, লড়াই করেও ব্যর্থ ঋষভ-রাহুলরা]
The post অধিনায়ক হিসেবে মহিলা ক্রিকেটে নয়া ইতিহাস মিতালির appeared first on Sangbad Pratidin.