সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাইলে কী না করতে পারে মেয়েরা! তা দেখিয়ে দিলেন মিজোরামের ১৪ বছর বয়সের সিন্ডি রেমরুয়াতপুই (Cindy Remruatpuii)। পায়ে সরু পেনসিল হিল পরেই ফুটবল নিয়ে কেরামতি দেখাল মিজোরামের ‘লেডি বলার’। সিন্ডির এই ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়ার নাগরিকরা।
[আরও পড়ুন: OMG! রাস্তায় দাঁড়িয়ে আমেজ করে ফুচকা খেল গরু, ভাইরাল ভিডিও]
ভিডিওতে কালো প্যান্ট এবং মেরুণ রংয়ের টি-শার্টে দেখা যাচ্ছে সিন্ডির পরনে। পায়ে তাঁর কালো পেন্সিল হিলের জুতো। তা দিয়ে কখনও দু’পায়ে, কখনও এক পায়ে দিব্যি নাচাচ্ছে ফুটবলটি। ১৪ বছরের কন্যার এই কেরামতি দেখেই মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি মিজোরামের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রবার্ট রোমাইয়া রোয়তের (Robert Romawia Royte) নজরেও পড়েছে। নিজের টুইটার প্রোফাইলে তিনি সিন্ডির ভিডিও শেয়ার করে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্ত্রী। “ফুটবল শুধুমাত্র ছেলেদের খেলা নয়, এটি সকলের জন্য!” ক্যাপশনে লিখেছেন রবার্ট।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ফুটবল ভক্ত সিন্ডি। পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন দেখে সে। এলাকায় ‘লেডি বলার’ হিসেবে পরিচিত সিন্ডি। বেশ কিছুদিন আগে ‘কিপি-আপ্পি’ নামের এক অনলাইন চ্যালেঞ্জের জন্য ভিডিওটি তৈরি করেছিল ১৪ বছরের কিশোরী। পুরনো সেই ভিডিওটিই নতুন করে শেয়ার করা হয়েছে। আলাদা কিছু মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিল সিন্ডি। মেয়ে হোক বা ছেলে ফুটবল সকলের খেলা। তা বোঝাতে চেয়েছিল। সেই কারণেই ভিডিওটি তৈরি করা হয়েছিল বলে জানায় মিজোরামের ‘লেডি বলার’।