shono
Advertisement

তীব্র গরমের মাঝে কম্বল বিলি করায় প্রবল বিতর্ক! জবাবে কী বললেন করিমপুরের বিধায়ক?

কয়েকদিন আগে ফেসবুকে কম্বল বিতরণের ছবি পোস্ট করে বিতর্কে জড়ান বিধায়ক।
Posted: 01:47 PM Apr 20, 2023Updated: 01:47 PM Apr 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরমের মাঝে কম্বল বিলি করে বিতর্কে জড়িয়েছিলেন করিমপুরের বিধায়ক। এবার তার ব্যাখ্যা দিলেন বিধায়ক বিমলেন্দু সিংহরায় (Bimalendu SinhaRoy)। জানালেন, কেন এই প্রবল গরমের মাঝেও কম্বল দান।

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নিজের ফেসবুক পেজে রেকৃষ্ণপুর অঞ্চলের পীরতলায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচির কয়েকটি ছবি পোস্ট করেছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়। সেখানে শাড়ি, ধুতি, জামার পাশাপাশি কিছু কম্বলও বিতরণ করেন তিনি। এই প্রবল গরমে কেন কম্বল বিতরণ, তা নিয়ে তীব্র শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিধায়ককে কটাক্ষ করেন আমজনতা থেকে বিধায়ক সকলেই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হতে হয় তাঁকে। এবার তার জবাব দিলেন বিধায়ক। জানালেন, গোটা বিষয়টা না জেনেই অপব্যাখ্যা করা হচ্ছে।

[আরও পড়ুন: বিলাসবহুল জাহাজ বাড়ি তৈরির টাকা মেটাননি! TMC নেতা শেখ সুফিয়ানকে ঋণখেলাপির নোটিস ব্যাংকের]

বিধায়ক বলেন, “প্রতিবারের মতোই এবারও ইদে আমি শাড়ি, ধুতি, লুঙ্গি, বাচ্চাদের জামাকাপড় দিয়েছি। আমার এলাকার ১৪ টি পরিবারের বাড়ি আগুন লেগে ছাই হয়ে দিয়েছে। তারা যাতে অন্তত পেতে শুতে পারে, সেই জন্য কম্বল দেওয়া।” বিমলেন্দু সিংহরায় জানান, যাঁরা কম্বল নিতে চেয়েছেন, শুধু তাদেরই দেওয়া হয়েছে। বিধায়কের দাবি, বিরোধিতা অকারণে অপপ্রচার করছে।

[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে অমর্ত্যকে জমি খালির নোটিস, অন্যথায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বিশ্বভারতীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement