অর্ণব দাস, বারাকপুর: ঐতিহাসিক শহর বারাকপুর। কত ইতিহাস জড়িয়ে রয়েছে এর গায়ে। এই বারাকপুরের প্রাণকেন্দ্র চিড়িয়ামোড়। প্রাণচঞ্চল এই জায়গা। রোজ হাজারও মানুষের যাতায়াত। কিন্তু জায়গাটির নাম চিড়িয়ামোড় কেন? কারণ ব্রিটিশ আমলে এখানে চিড়িয়াখানা ছিল। এখন তো আর নেই। তাই এই এলাকাটির নাম বদলের প্রস্তাব দিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
চিড়িয়ামোড়ের বদলে বারাকপুরের এই ব্যস্ত জায়গার নাম হোক গান্ধীমোড়। এমনই প্রস্তাব দিয়েছেন রাজ চক্রবর্তী। ক্যান্টনমেন্টের এই এলাকায় মহাত্মা গান্ধীর স্মৃতির ঐতিহ্য রয়েছে। তাই ব্রিটিশদের দেওয়া নাম পালটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে এমন নামের প্রস্তাব দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বাংলার নাম উজ্জ্বল! NDA-র প্রবেশিকা পরীক্ষায় সফল পুরুলিয়া সৈনিক স্কুলের ৩৬ পড়ুয়া]
প্রসঙ্গত, ইতিমধ্যেই সেখানে বিধায়কের উদ্যোগে একটি ১৩ ফুট উচ্চতার মহাত্মা গান্ধীর মূর্তি বসেছে। গান্ধী জয়ন্তী উপলক্ষে রবিবার রাত বারোটার পর সেই গান্ধী মূর্তির আবরণ উন্মোচন হবে। ফলে বিধায়কের প্রস্তাবিত নামের সঙ্গে মোড়টির নাম সমার্থক হবে বলেই মনে করছেন অনেকে।
ইতিমধ্যেই মহকুমা শাসক এবং পুরসভাকে এই প্রস্তাব জানিয়েছেন রাজ চক্রবর্তী। তারকা বিধায়ক বলেন, “ইংরেজ আমলের চিড়িয়ামোড় নামের এখন কোন বাস্তবতা নেই। তাছাড়াও ঐতিহাসিক এই শহরের সঙ্গে গান্ধীজি ওতপ্রোত ভাবে জড়িয়ে। এটা আমার একান্ত মতামত। তাই আমি চিড়িয়ামোড়ের নাম পরিবর্তন করে বারাকপুর গান্ধীমোড় নামকরণের প্রস্তাব দিয়েছি। সকলে সবদিক বিবেচনা করে যদি মনে করেন ঠিক আছে তাহলে সিদ্ধান্ত নেবেন।