সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দল সরে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পাশ থেকে। তৃণমূলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে একটা সময়ের দাপুটে সৈনিককে। কিন্তু এবার সেই পার্থর হয়েই মুখ খুললেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। নিশানা করলেন নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনাকে।
গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে তেহট্টের বিধায়ক। কারণ, দলবিরোধী মন্তব্য। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর বারবার দলের প্রতি উষ্মাপ্রকাশ করেছেন বিধায়ক। দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ নেই। কখনও ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। কখনও আবার মমতার পাশাপাশি অভিষেকের প্রশংসা করেছেন। এসবের মাঝেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সাফাই শোনা গেল তাপস সাহার মুখে। বললেন, “পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত নন, মানিক ভট্টাচার্য যুক্ত।” পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
[আরও পড়ুন: পূর্বাভাস সত্যি করে শুক্রবারই আবহাওয়ায় খানিকটা বদল রাজ্যে! বৃষ্টির দেখা পেল এই জেলাগুলি]
শুক্রবার ফের নদিয়ার জেলা পরিষদের সদস্য টিনার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক। তিনি বলেন, “ওনার বছরে আয় ৪ লক্ষ টাকার কম। কীভাবে চারবছরে ৪০ কোটির সম্পত্তির মালিক হলেন?” তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পালটা দিয়েছেন টিনা। তিনি বলেন, “উনি যখন সম্পত্তির হিসেব জানেন তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যাক। বরবারই ওনার কাজ আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া। আজও সেটাই করছেন।”