-
- ফটো গ্যালারি
- Model draped saree carried bat helmet in ramp walk in kolkata
উৎসবের আবহে কলকাতায় বিশেষ ফ্যাশান শো, শাড়ি পরেই ব্যাট-হেলমেট হাতে মডেলরা!
এবারের পুজোর সঙ্গে মিশে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ।
Tap to expand
বছরভর যতই কুর্তি, স্কার্ট কিংবা জিনস পরা হোক না কেন, পুজোর পাঁচটা দিন শাড়ি ছাড়া যেন বাঙালী নারী অসম্পূর্ণ। শাড়ি পড়ে পাড়ার পুজোয় অঞ্জলি দেওয়া কিংবা ঠাকুরদালানের ধুনুচি নাচ আবার দশমীতে মা'কে বরণ করে নেওয়ার পরতে পরতে লুকিয়ে থাকে আনন্দ।
Tap to expand
এবারের পুজোয় আবার মিশে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। একদিকে পুজোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ, আর একইসঙ্গে চলবে বাইশ গজের লড়াই নিয়ে উন্মাদনা। আর সেই কারণেই পুজোর আগে অভিনব ফ্যাশন শোয়ের আয়োজন করল মৃগনয়নী।
Tap to expand
মধ্যপ্রদেশ সরকারের মৃগনয়নী নামের শাড়ির শোরুমে বৃহস্পতিবার আয়োজিত হয় এই ফ্যাশন শো। দক্ষিণ কলকাতার দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের এই অতি জনপ্রিয় এই শোরুমে ছিল উৎসবের মেজাজ।
Tap to expand
এবারের পুজোয় তাঁদের ট্যাগলাইন 'জিনস্ ছাড়ো শাড়ি পরো'। অর্থাৎ শাড়িতেই জমে উঠবে নারীর পুজোর আনন্দ। আর মহিলারা যে শাড়ি পরেও ঘরে-বাইরে সব কাজই করতে পারে, সেই বার্তাই দেওয়া হয়েছে। ফ্যাশন শোয়ে পুজোর শাড়ির সঙ্গে ছিল ক্রিকেটের আমেজও। ট্র্যাডিশনাল লাল পাড় শাড়ি পরেই ক্রিকেট ব্যাট, প্যাড, হেলমেট হাতে তুলে নিয়েছিলেন মডেলরা। মডেলের পরনে ছিল ঘিচা সিল্ক।
Tap to expand
কোসা সিল্ক থেকে ঘিচা সিল্ক, চান্দেরি কটন, চান্দেরি সিল্ক-সহ নানা ধরনের ট্র্যাডিশনাল শাড়ি পাওয়া যাবে এই শোরুমে। এছাড়াও থাকছে রেডি টু ওয়্যার শাড়ি এবং ইক্কত শাড়িও। শোরুমের ম্যানেজার কে কে চট্টোপাধ্যায় জানান, সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই নানা দামের শাড়ি রাখা হয়েছে। আড়াই হাজার থেকে শুরু হয়ে ২০-২৫ হাজার টাকার শাড়িও কিনতে পারবেন।
Published By: Sulaya SinghaPosted: 04:08 PM Oct 06, 2023Updated: 04:08 PM Oct 06, 2023
এবারের পুজোর সঙ্গে মিশে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ।