সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ সফরে গেলেই মনে করে সেখানকার রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ উপহার নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সদ্যসমাপ্ত ব্রিকস (BRICS) সম্মেলনেও তার অন্যথা হয়নি। ভারতীয় সংস্কৃতি ও শিল্পকর্মের বেশ কয়েকটি নিদর্শন উপহার হিসাবে তুলে দিয়েছেন রাষ্ট্রনেতাদের হাতে। কর্ণাটকের সুরাহি থেকে শুরু করে নাগা শাল-নানা শিল্পকর্ম রয়েছে উপহারের তালিকায়। তবে অন্য রাষ্ট্রপ্রধানরা মোদির উপহার পেলেও বাদ পড়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)।
ব্রিকস সম্মেলনের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। সেদেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার জন্য তেলেঙ্গানার ‘বিদরি ভাস’ নিয়ে গিয়েছিলেন মোদি। তামা ও জিঙ্কের সঙ্গে অন্যান্য বেশ কিছু ধাতু মিশিয়ে তৈরি হয় এই বিশেষ ধরনের ফুলদানি। রুপোর তার দিয়ে নানারকম নকশা করা থাকে এই ফুলদানিতে। নকশা করার পর এই ফুলদানিতে বিদার কেল্লার মাটি লেপে দেওয়া হয়। তার ফলে কালো রঙের উপরে আরও বেশি ঝলমল করে ওঠে রুপোর নকশা।
[আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমেই রেকর্ড, অলিম্পিকের টিকিট পেলেন নীরজ]
রামাফোসার স্ত্রী, দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি শেপো মোটসেপের জন্য উপহার ছিল নাগা শাল। উজ্জ্বল রঙের এই শালগুলিতে সুতোর কাজ করা থাকে। নিজের হাতেই এই কারুকার্য ফুটিয়ে তোলেন নাগা শিল্পীরা। মনে করা হয়, প্রত্যেকটি নাগা শালে কারুকার্যের মাধ্যমে আলাদা কাহিনী তুলে ধরা হয়। লাল রঙের জমির উপর সাদা-কালো সুতোর কাজ করা শাল উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে।
ব্রিকসের সদস্য ব্রাজিলের (Brazil) প্রেসিডেন্ট লুলা দা সিলভার জন্যও উপহার নিয়ে গিয়েছিলেন মোদি। মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী গোন্ড পেন্টিং উপহার দিয়েছেন তিনি। ভারতের আদিবাসী সম্প্রদায়ের শিল্পকর্মের মধ্যে অন্যতম সেরা এই গোন্ড পেন্টিং। শুধুমাত্র বিন্দু ও সরলরেখা দিয়েই এই পেন্টিং করা হয়। মূলত গোন্ড সম্প্রদায়ের বাড়ির দেওয়ালে ও মেঝেতে এই পেন্টিং করা হত।
ব্রিকসের অন্যতম সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে চিনা প্রেসিডেন্ট জিনপিং হাজির থাকলেও তাঁর জন্য উপহার নিয়ে যাননি প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে বাতিল ‘বন্দে ভারত এক্সপ্রেস’, বিকল্প ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল]