সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা অব্যাহত। নোট বাতিলকে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কালো ধন এবং দুর্নীতির বিরুদ্ধে যজ্ঞ বলে বিবেচনা করছেন, তখন সাধারণ মানুষকে সেই যজ্ঞের বলি বলে দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বুধবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩২ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থেকে আবার নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করলেন কংগ্রেসের যুবরাজ।
বুধবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে একটা যজ্ঞ। যেমন যজ্ঞের সময় পশুদের বলি দেওয়া হয়, তেমনই কালো টাকা বাতিলের যজ্ঞে সাধারণ মানুষের বলি দিচ্ছেন মোদি।”
পাশাপাশি, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের মাহাত্ম্য সম্পর্কেও বক্তব্য রাখেন রাহুল। তিনি বলেন, কংগ্রেস দেশের মানুষকে বুঝিয়েছে স্বাধীনতার প্রকৃত অর্থ কী।
The post সাধারণ মানুষ মোদির যজ্ঞের বলি, তোপ রাহুলের appeared first on Sangbad Pratidin.