shono
Advertisement

৪.৩ কোটি টাকায় বিকিয়ে গিনেস বুকে নাম তুলল মোদির স্যুট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিনেস বুকে নাম উঠল মোদির স্যুটের৷ কী সেই স্যুটের বিশেষত্ব? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথমবার ভারতে এসেছিলেন, তখন এই স্যুটেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্যুটটিই রেকর্ড দামে কিনে নিলেন জনৈক সুরাত অধিবাসী৷ আহমেদাবাদের এক পোশাক কোম্পানি মোদির জন্য এই বিশেষ স্যুটটি তৈরি করেন৷ এমনিতেই প্রধানমন্ত্রীর পোশাক ফ্যাশন দুনিয়ায় নয়া এক […] The post ৪.৩ কোটি টাকায় বিকিয়ে গিনেস বুকে নাম তুলল মোদির স্যুট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:14 AM Aug 21, 2016Updated: 06:45 PM Aug 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিনেস বুকে নাম উঠল মোদির স্যুটের৷ কী সেই স্যুটের বিশেষত্ব? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথমবার ভারতে এসেছিলেন, তখন এই স্যুটেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্যুটটিই রেকর্ড দামে কিনে নিলেন জনৈক সুরাত অধিবাসী৷

Advertisement

আহমেদাবাদের এক পোশাক কোম্পানি মোদির জন্য এই বিশেষ স্যুটটি তৈরি করেন৷ এমনিতেই প্রধানমন্ত্রীর পোশাক ফ্যাশন দুনিয়ায় নয়া এক ঘরানার জন্ম দিয়েছে৷ এমনকী ওবামা নিজেও একবার মোদি কুর্তা পরতে আগ্রহ দেখিয়েছিলেন৷ ওবামার এদেশে আসা উপলক্ষ্যেই বিশেষভাবে বানানো হয় এই স্যুটটি৷ যেখানে প্রতিটি স্ট্রাইপে লেখা আছে- নরেন্দ্র দামোদরদাস মোদি৷ এ স্যুটই সবথেকে বেশি দামে বিক্রিত হয়ে রেকর্ড গড়ল৷

কে কিনলেন এটি? ক্রেতা লালজিভাই তুলসীবাঈ প্যাটেল৷ সুরাতের এই বাসিন্দা হিরের ব্যবসায়ী৷ ব্যক্তিগত এয়ারলাইনও আছে তাঁর৷ নিলামে মোদির সেই স্যুট তিনি কিনলেন প্রায় ৪.৩ কোটি টাকায়৷ প্রথমে বলা হয়েছিল এই স্যুট নিলামে সবথেকে বেশি হলে ৫ লক্ষ টাকা তুলতে পারে৷ কিন্তু লালজিভাইয়ের হাঁকা দর আদতে সকলকে চমকে দিল৷ এত মূল্যে কখনও স্যুট বিক্রি হয়নি৷ ফলে তা নাম লেখাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে৷

 

The post ৪.৩ কোটি টাকায় বিকিয়ে গিনেস বুকে নাম তুলল মোদির স্যুট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement