shono
Advertisement

স্বামীকে খুন করে স্যুটকেসে ভরে দেহ লোপাটের চেষ্টা মহিলার

সম্পর্কের টানাপোড়েনের পরিণতি এতটা মর্মান্তিক! The post স্বামীকে খুন করে স্যুটকেসে ভরে দেহ লোপাটের চেষ্টা মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:01 AM Mar 20, 2017Updated: 04:41 PM Jan 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরের সম্পর্ক৷ ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের একটি মেয়েও রয়েছে৷ তাও স্বামী একম সিং ধিঁল্লোর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সীরতের৷ কিন্তু তাঁর মনে যে এই সাংঘাতিক অভিসন্ধি বাসা বেঁধেছিল তা আগে থেকে কেউ কল্পনাও করে উঠতে পারেননি৷ ৯ এমএম পিস্তল দিয়ে নিজের স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল ৩৫ বছরের মহিলা৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের মোহালি শহরে৷

Advertisement

[5G প্রযুক্তিকে দিশা দেখাচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণা]

ধৃত সীরত প্রাক্তন কংগ্রেস বিধায়ক অজিত ইন্দের সিং মোফারের ভাইজি৷ জানা গিয়েছে, সপ্তাহ কয়েক আগেই মোহালির এক অভিজাত আবাসনে বাড়ি ভাড়া নেয় ওই পরিবার৷ পুলিশের জেরার মুখে সীরত জানিয়েছে, শনিবার রাতেই ভাই বিনয় প্রতাপ সিং ও তার এক বন্ধুর সাহায্যে স্বামীকে গুলি করে মারে সে৷ ঠিক করে মৃতদেহ কোনও খালে নিয়ে গিয়ে ফেলে দেবে৷ কিন্তু রাতে নিজেদের বিএমডব্লু গাড়ির চাবি খুঁজে পায় না তারা৷ তাই ঠিক করা হয় সকালে নিয়ে গিয়ে ফেলে আসা হবে মৃতদেহটি৷

[মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয়]

জানা গিয়েছে, সকালে যখন একমের মৃতদেহ ভরা স্যুটকেসটি গাড়িতে তুলছিল সীরত৷ এক অটোচালক সেখানে কোনও যাত্রীকে পৌঁছে দিতে এসেছিলেন৷ দূর থেকে সীরতকে অত ভারী স্যুটকেস নিয়ে কষ্ট করতে দেখে তিনি সাহায্যের জন্য এগিয়ে যান৷ কিন্তু স্যুটকেসটি তুলে দিয়ে ফেরার সঙ্গে তিনি লক্ষ্য করেন হাতে রক্ত লেগে রয়েছে তাঁর৷ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ পিকেটে খবর দেন তিনি৷ পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে৷ ঘটনার পর থেকেই পলাতক সীরতের ভাই বিনয় ও মা জসবিন্দর কৌর৷ সোমবার সীরতকে আদালতে পেশ করা হয়৷ একমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷

[সাজাপ্রাপ্তদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞায় সমর্থন কমিশনের]

The post স্বামীকে খুন করে স্যুটকেসে ভরে দেহ লোপাটের চেষ্টা মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement