সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর কয়েকটা দিন। তার পরই সৌদি আরবের জেড্ডায় বসবে আইপিএলের মেগা নিলামের আসর। কিন্তু তার আগেই রিকি পন্টিংয়ের বিরুদ্ধে বোমা ফাটালেন মহম্মদ কাইফ। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফদের অন্যতম ছিলেন কাইফ। ঋষভ পন্থদের দলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং পন্টিংয়ের সহকারী হিসেবে যুক্ত থাকার সুবাদে দুই তারকার বিভিন্ন সিদ্ধান্তের সাক্ষী ছিলেন। এবার কোচ পন্টিংয়ের কীর্তিকলাপই ফাঁস করলেন কাইফ। সৌরভ এবং তাঁর মতামত এড়িয়ে কীভাবে দল পরিচালনা করতেন প্রাক্তন অজি অধিনায়ক, সে কথাই জানালেন তিনি।
সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে কাইফ বলছেন, "আমার মনে হয় পন্টিং নিজেও সহমত হবেন যে তিনি এর থেকে ভালোভাবে দল পরিচালনা করতে পারতেন। আমি আর সৌরভ যে দল গঠন করেছিলাম, সেটা ঠিকমতো ব্য়বহারই করা হয়নি। অজিঙ্ক রাহানে, আর অশ্বিন, ইশান্ত শর্মা, হেটমেয়ারদের সেই দলে জায়গাই হয়নি। এমনকী নিলামে শিখর ধাওয়ানকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সৌরভ। কিন্তু তাতেও রাজি ছিলেন না পন্টিং।" কাইফের দাবি, সেই সময় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনিই হয়তো ধাওয়ানকে না নেওয়ার জন্য পন্টিংয়ের কান ভাঙিয়েছিলেন!
এখানেই থামেননি কাইফ। পন্টিংয়ের মতো কিংবদন্তিকে কেন দিল্লি দল ছাঁটাই করল, সেই কারণও জানিয়েছেন। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের কথায়, পন্টিংয়ের দীর্ঘকালীন কোনও পরিকল্পনা ছিল না। তাই সাত বছরেও দিল্লির ট্রফি খরা কাটাতে পারেননি। সেখানে পন্থদের ভালো পারফরম্যান্সের কৃতিত্ব সৌরভকে দিতেই হয়।
দিল্লি অধ্য়ায় সমাপ্ত করে পন্টিংয়ের গন্তব্য় হয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু নতুন দলে গিয়েও একই কাজ করছেন বলে দাবি কাইফের। "এখন পন্টিং পাঞ্জাবে গিয়েছেন, সেখানে গিয়েও একই পদ্ধতি অনুসরণ করছেন। সেখানেও অর্শদীপ সিং, রাবাদা, লিভিংস্টোনদের রিটেন করেননি।