shono
Advertisement
Mohammad Shami

'এবার রনজি চ্যাম্পিয়ন হতে পারে বাংলা', লক্ষ্মী স্যরের ড্রেসিংরুমে গিয়ে পেপটক শামির

বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসেছিলেন শামি।
Published By: Anwesha AdhikaryPosted: 02:12 PM Aug 02, 2024Updated: 03:55 PM Aug 02, 2024

আলাপন সাহা: রনজির মরশুম শুরুর আগে বড়সড় মোটিভেশন পেল বাংলা। ড্রেসিংরুমে এসে পেপটক দিয়ে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami) স্বয়ং। জাতীয় দলের তারকা পেসারের মত, গত কয়েক মরশুম ধরে সেমিফাইনাল-ফাইনালে খেলেছে বঙ্গ ব্রিগেড। তাই আগামী মরশুমেও বাংলা ভালো পারফর্ম করবে বলে আশাবাদী শামি। উল্লেখ্য, ইস্টবেঙ্গলের প্রাইড অফ বেঙ্গল সম্মান নিতে কলকাতায় এসেছিলেন তারকা পেসার।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসেছিলেন শামি। সেখানে হাজির ছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও। অনুষ্ঠানের পর তিনিই শামির কাছে আবদার জানান, একটিবার বাংলার ড্রেসিংরুমে আসার জন্য। সেই অনুরোধ ফেলতে পারেননি বাংলার হয়ে রনজি খেলা পেসার। শুক্রবার সকলে নিজের প্রিয় বঙ্গ ড্রেসিংরুমে পৌঁছে যান শামি। ঘরোয়া ক্রিকেটের স্মৃতিবিজড়িত বঙ্গ ড্রেসিংরুমে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি।

[আরও পড়ুন: নিলামের পর সরে গেলে শাস্তি! আইপিএলে বিদেশিদের নিয়ে কড়া মনোভাব ফ্র্যাঞ্চাইজিগুলোর

জানা গিয়েছে, প্রায় ৪০ মিনিট শামি ছিলেন বাংলার ড্রেসিংরুমে। কোন ক্রিকেটারের কী সমস্যা হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনাও করেন জাতীয় দলের পেসার। আগামী মরশুমে বাংলার পারফরম্যান্স নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী শামি। তিনি বলেন, রনজি ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে এই বাংলা দলের। গত কয়েক মরশুম ধরে বঙ্গ ব্রিগেড যেভাবে টানা ফাইনাল-সেমিফাইনালে খেলেছে, সেটা খুবই আশাপ্রদ। এবার রনজিতে চ্যাম্পিয়ন হতেই পারে বাংলা।

পঞ্চাশ ওভারের বিশ্বকাপে শামি বল হাতে আগুন জ্বালিয়েছিলেন। তার পরেই পায়ের অস্ত্রোপচার করতে হয় তাঁকে। আইপিএল-টি-টোয়েন্টি বিশ্বকাপে নামা হয়নি শামির। জাতীয় দলে কবে ফিরবেন? এই প্রশ্ন প্রায়শই উড়ে আসে শামির দিকে। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে একই প্রশ্ন করা হয় ভারতের তারকা বোলারকে। তিনি বলেন, ”খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া।” শামি অল্পবিস্তর বোলিং শুরু করেছেন। কিন্তু পুরনো ছন্দে এখনও ধরা দেননি তিনি।

[আরও পড়ুন: ‘এভাবে হেনস্তা ঠিক নয়’, বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে মহিলা বলেই দাবি অলিম্পিক কমিটির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুষ্ঠানের পর তিনিই শামির কাছে আবদার জানান, একটিবার বাংলার ড্রেসিংরুমে আসার জন্য। সেই অনুরোধ ফেলতে পারেননি বাংলার হয়ে রনজি খেলা পেসার।
  • প্রায় ৪০ মিনিট শামি ছিলেন বাংলার ড্রেসিংরুমে। কোন ক্রিকেটারের কী সমস্যা হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনাও করেন জাতীয় দলের পেসার।
  • পঞ্চাশ ওভারের বিশ্বকাপে শামি বল হাতে আগুন জ্বালিয়েছিলেন। তার পরেই পায়ের অস্ত্রোপচার করতে হয় তাঁকে।
Advertisement