সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট টাইটান্স ছেড়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। গিয়েছেন পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে। আসন্ন আইপিএলে গুজরাট কি হার্দিকের অভাব অনুভব করবে? প্রশ্নটা করা হয়েছিল সদ্য অর্জুন প্রাপক মহম্মদ শামিকে (Mohammed Shami)। পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স ছাড়া নিয়ে বড় মন্তব্য করে দিলেন ভারতের তারকা পেসার। তিনি সাফ বলে দিলেন, ”কেউ চলে গেলে কারও কিছু এসে যায় না। হার্দিক গুজরাট ছাড়তে চাইছিল। ও ছেড়ে দিয়েছে। গুজরাট ক্যাপ্টেন হিসেবে ভালো করেছে হার্দিক। দুবার ফাইনালে পৌঁছেছে, একবার খেতাব জিতেছে। সারাজীবন গুজরাটের সঙ্গে জড়িয়ে থাকবে না কেউ।”
হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আলোড়ন কম হয়নি ভারতীয় ক্রিকেটে। হার্দিক পাণ্ডিয়া চলে যাওয়ায় গুজরাট টাইটান্সের দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের হাতে।
[আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে হালান্ডাকে হারিয়ে ‘দ্য বেস্ট’ সেই মেসিই, সেরা কোচ পেপ]
সেই প্রসঙ্গে শামি বলেছেন, ”দায়িত্ব পেয়ে শুভমান গিলও অভিজ্ঞ হয়ে উঠবে। ভবিষ্যতে হয়তো অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে গিলকে। কেউ চিরকাল এক জায়গায় আটকে থাকে না।” সদ্যই অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন তিনি। বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন শামি। ২৪টি উইকেট নেন তিনি। মেগা টুর্নামেন্ট দুর্দান্ত বোলিংয়ের জন্য বিসিসিআই তাঁর নাম পাঠিয়েছিল অর্জুন পুরস্কারের জন্য। সেই মতোই অর্জুন হয়েছেন শামি।