shono
Advertisement
Mohammedan Sporting

কলকাতা লিগে বিবর্ণ মহামেডান স্পোর্টিং, খিদিরপুরের কাছে থেমে গেল সাদা-কালো ব্রিগেড

গোল করার সুযোগ তৈরি করতেই পারেনি মহামেডান স্পোর্টিঁং।
Published By: Krishanu MazumderPosted: 05:29 PM Jul 01, 2024Updated: 05:38 PM Jul 01, 2024

মহামেডান স্পোর্টিং-০ খিদিরপুর-০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়াড়িকে হাফ ডজন গোল দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং। সোমবার কলকাতা লিগে আটকে গেল সাদা-কালো শিবির। এদিন মহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ছিল খিদিরপুর। কিন্তু দুদলের খেলা গোলশূন্যভাবে শেষ হল।
পয়েন্ট নষ্ট করল গতবারের কলকাতা লিগ জয়ীরা। তবে ম্যাচের ফলাফল অন্যরকম হলেও অবাক হওয়ার কিছু ছিল না। মহামেডানের গোল লক্ষ্য করে নটি শট নেয় খিদিরপর। লক্ষ্যে ঠিকঠাক রাখতে পারলে ম্যাচর ফলাফল অন্যরকম হলেও হতে পারত।

[আরও পড়ুন: রোহিতদের দলে নেই বাংলার ক্রিকেটার, মেদিনীপুরের দয়ানন্দের হাত ধরেই বিশ্বজয়ের শরিক বাঙালি]


ঘরের মাঠে খেলা ছিল মহামেডান স্পোর্টিংয়ের। তাদের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে যেরকম দাপটের সঙ্গে খেলতে দেখা গিয়েছে মহামেডান স্পোর্টিংকে, এদিন তার ধারেকাছে দেখা যায়নি সাদা-কালো ব্রিগেডকে। খিদিরপুরের গোলমুখ ওপেন করতে পারেনি সাদা-কালো শিবির। তাতেই বোঝা যাচ্ছে খিদিরপুরের দাপট কতটা ছিল। ২১ দিনের প্রস্তুতি সেরে খিদিরপুর খেলতে নেমেছিল। তার উপরে পুরনো ছেলেদের নিয়েই দল গঠন করা হয়েছে। মহামেডানে সেখানে দলটা জেল করতে পারেনি। তবে কলকাতা লিগ সদ্য শুরু হল। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। মহামেডান আরও ক্ষুরধার হয়ে উঠবে বলেই আশাবাদী তাদের সমর্থকরা। 

[আরও পড়ুন: বার্বাডোজ থেকে চেন্নাই, প্রোটিয়াদের হারিয়ে ভারতেরই জয়জয়কার, ১০ উইকেটে টেস্ট জিতলেন হরমনপ্রীতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উয়াড়িকে হাফ ডজন গোল দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং।
  • সোমবার কলকাতা লিগে আটকে গেল সাদা-কালো শিবির।
  • এদিন মহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ছিল খিদিরপুর। কিন্তু দুদলের খেলা গোলশূন্যভাবে শেষ হল।
Advertisement