মহামেডান-৩ আর্মি রেড-১
(ইসরাফিল-২, অ্যাডিসন) (প্রদীপ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগের শুরুটা দারুণ করেছিল মহামেডান। উয়াড়িকে হাফ ডজন গোল দিয়ে শুরু হয়েছিল সাদা-কালো শিবিরের অভিযান। তার পরই ছন্দপতন। দ্বিতীয় ম্যাচে আটকে যায় খিদিরপুরের কাছে। তৃতীয় ম্যাচে কালীঘাট মিলন সংঘের কাছে হার মানে মহামেডান স্পোর্টিং।
সময়টা ভালো যাচ্ছিল না তাদের। আর্মি রেডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করলে তাদের কোচ বদল হতে পারত। চাপ নিয়েই খেলতে নেমেছিল মহামেডান। দিনান্তে মহামেডান স্পোর্টিং ৩-১ গোলে হারাল আর্মি রেডকে। এই ম্যাচে জয় পাওয়ায় স্বস্তি ফিরল সাদা-কালো ব্রিগেডে। জোড়া গোল করেন ইসরাফিল। একটি গোল করেন অ্যাডিসন সিং। আর্মি রেডের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন প্রদীপ কুমার।
[আরও পড়ুন: ইউরোর সেমিতে মুখোমুখি স্পেন-ফ্রান্স, একনজরে দুদলের শক্তি-দুর্বলতা]
মহামেডান স্পোর্টিং জেতার জন্য মরিয়া ছিল। তবে গোল পেতে বেশ কিছুটা সময়া লাগে তাদের। ৩৮ মিনিটে তন্ময়ের বাড়ানো বল আর্মি রেডের ডিফেন্ডাররাই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। গোলকিপারকে ব্যাক পাস করতে গিয়ে বিপন্ন হয় আর্মি রেডের রক্ষণ। ইসরাফিল সেই সুযোগে ১-০ করে যান। অতিরিক্ত সময়ে বাঁ দিক থেকে শুভর সেন্টার থেকে ২-০ করেন সেই ইসরাফিল। বিরতির সময়ে ২-০ এগিয়ে থাকে মহামেডান। ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে সেই তন্ময়ের পাস থেকেই ৩-০ করেন মহামেডানের অ্যাডিসন সিং। এর পরেই আর্মি রেডের প্রদীপ পেনাল্টি থেকে ব্যবধান কমান।
এই ম্যাচ জিতে সাদা-কালো ব্রিগেড ফিরল জয়ের সরণিতে। তাদের কোচ হাকিমের উপর থেকে চাপ কিছুটা হলেও কমল।