shono
Advertisement

নজরে রাম মন্দির উদ্বোধন, শাহী সফরের পরই বঙ্গ সফরে মোহন ভাগবত

রাজ্যের প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে দেখা করতে পারেন মোহন ভাগবত।
Posted: 05:43 PM Dec 26, 2023Updated: 06:02 PM Dec 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহর ছাড়ার ৩ দিনের মধ্যে রাজ্যে পা রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। নতুন বছর পড়ার আগেই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে সরসংঘপ্রধানের।
RSS সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন মোহন ভাগবত। ৩০ ও ৩১ জানুয়ারি বাংলায় থাকবেন তিনি। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম মুখ উপেন বিশ্বাসের। একই সঙ্গে ভাগবত দেখা করতে পারেন AIFF প্রধান কল্যাণ চৌবের সঙ্গেও।

Advertisement

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

তবে এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। সামনেই রাম মন্দিরের উদ্বোধন। সেটাকে ঘিরে কীভাবে কর্মসূচি নেওয়া যায়। রাজ্য থেকে কারা কারা যাবেন, কীভাবে প্রচার করা হবে এসব নিয়ে আলোচনা করবেন ভাগবত। সংঘপ্রধানের সঙ্গে বঙ্গ বিজেপির (BJP) একাধিক নেতাও আলোচনা করবেন বলে শোনা যাচ্ছে।

[আরও পড়ুন: হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

আসলে বিজেপি এবং আরএসএস রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে রাজ্যে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে। সেই লক্ষ্যে পুরো ব্লু প্রিন্ট ছকে ফেলা হবে ভাগবতের সফরেই। তবে এসবের মধ্যে আবার অস্বস্তির কাঁটা হয়ে গিয়েছে লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ। ওই অনুষ্ঠানে জনসমাগম প্রত্যাশা পূরণ করতে পারলে না কেন, জানতে চাইবেন সংঘপ্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement