shono
Advertisement
Nag Mark 2

নাগের মহাশক্তি প্রদর্শন পোখরানে! শত্রু ট্যাঙ্ক ধ্বংসে মারণ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও।
Published By: Amit Kumar DasPosted: 09:13 AM Jan 14, 2025Updated: 11:27 AM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুপক্ষের ঘুম ছোটাতে ভারতের হাতে এল অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল 'নাগ এমকে ২'। সোমবার রাজস্থানের পোখরানে তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পোখরান ফায়ারিং রেঞ্জে সেনা আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার পোখরানে স্বল্প দূরত্ব ও সর্বাধিক দূরত্বে পরীক্ষা চালানো হয় অত্যাধুনিক এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। দুই পরীক্ষাতেই সফলভাবে পাশ করেছে 'নাগ এমকে ২'। আশা করা হচ্ছে, যে কোনও যুদ্ধক্ষেত্রে যত অত্যাধুনিক ট্যাঙ্ক হোক না কেন, তাকে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

জানা যাচ্ছে, যে লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানবে তার টার্গেট আগে থেকে বেঁধে দেওয়া হয়। এর পর শত্রুপক্ষের ট্যাঙ্কে মারণ ছোবল হানে ক্ষেপণাস্ত্র। ট্যাঙ্ক যতই অত্যাধুনিক হোক না কেন তাকে ধ্বংস করতে সক্ষম 'নাগ'। বিশেষজ্ঞদের দাবি, যে কোনও জটিল অপারেশনে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে 'নাগ মার্ক ২’। পোখরানে মিসাইলের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, প্রতিরক্ষা ক্ষেত্রে 'আত্মনির্ভর ভারত'-এর সফল্য আরও একবার প্রমাণ করল নাগ এমকে ২।'

ডিআরডিও-এর তরফে জানা যাচ্ছে, নাগ ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, জটিলতা বিহীন ও সহজে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। অত্যাধুনিক যে কোনও ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি মুহূর্তে ধ্বংস করতে সক্ষম এটি। এছাড়া, যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয়তা যে কোনও জায়গায় সহজে স্থাপন করা যেতে পারে এটি। সহজে বহন করাও সক্ষম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শত্রুপক্ষের ঘুম ছোটাতে ভারতের হাতে এল অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল 'নাগ এমকে ২'।
  • সোমবার রাজস্থানের পোখরানে তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
  • যে কোনও যুদ্ধক্ষেত্রে যত অত্যাধুনিক ট্যাঙ্ক হোক না কেন, তাকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল।
Advertisement