shono
Advertisement

ডার্বির আগে ‘ফাইভ স্টার’ মোহনবাগান, কলকাতা লিগে এফসিআই-কে হেলায় হারাল সবুজ-মেরুন

ডার্বির আবহে মোহনবাগানের বড় জয়।
Posted: 05:14 PM Aug 10, 2023Updated: 05:27 PM Aug 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড ডার্বির আগে মোহনবাগানের বড় জয়। সবুজ-মেরুন ব্রিগেড হেলায় হারাল এফসিআই-কে। 

Advertisement

কলকাতা লিগে এফসিআই-এর বিরুদ্ধে নামার আগে ৬টি ম্যাচ খেলে মোহনবাগানের (Mohun Bagan) পয়েন্ট ছিল ১৬। সমসংখ্যক ম্যাচ খেলে এফসিআই-এর পয়েন্ট মাত্র ৩।  

শুধুমাত্র এই তথ্য থেকেই পরিষ্কার, বৃহস্পতিবারের ম্যাচের ফলাফল কী হতে চলেছে। লক্ষ্মীবার মোহনবাগান ৫-০ গোলে বিধ্বস্ত করল এফসিআইকে। ফলে কলকাতা লিগে পয়েন্ট সংখ্যা আরও বাড়িয়ে নিল সবুজ-মেরুন শিবির। 

ডুরান্ড-ডার্বির উত্তাপ চড়তে শুরু করেছে ময়দানে। টিকিটের জন্য লাইন। সমর্থকদের আবেগ শনিবারের বড় ম্যাচ ঘিরে। এই আবহে কলকাতা লিগে খেলতে নেমেছিল মোহনবাগান। 

 [আরও পড়ুন: IND vs PAK: বিরাট-রোহিতদের জার্সিতে লেখা ‘পকিস্তান’! কিন্তু কেন? দেখুন ভাইরাল ছবি]

খেলার ২৭ মিনিটে রাজ বাসফোর মোহনবাগানকে এগিয়ে দেন। কর্নার থেকে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি এফসিআই। এফসিআই রক্ষণের দুর্বলতায় বল পান সবুজ-মেরুনের দীপেন্দু। তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করেন রাজ বাসফোর।

৩৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। পাঁচ মিনিট পরেই ফের গোল করার সুযোগ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির। লালরিনলিয়ানার শট কোনওক্রমে বাঁচান এফসিআই-এর গোলকিপার। বিরতির ঠিক আগে ২-০ করেন ভিয়ান। টাইসন সিং দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ভিয়ানের উদ্দেশে বল বাড়ান। ভিয়ান গোল করতে ভুল করেননি। বিরতির সময়ে বল পজেশনে এগিয়েছিল মোহনবাগান।

এফসিআই-এর গোল লক্ষ্য করে ছ’টি শট নেয় সবুজ-মেরুন। এ থেকেই বোঝা যায় মোহনবাগানের দাপট। বিরতির পরে গোলসংখ্যা বাড়ায় সবুজ-মেরুন। ৫৭ মিনিটে নাংদোম্বা নাওরেম ৩-০ করেন। দুরন্ত হেডে দীপেন্দু ৪-০ করার পরে টাইসন ৫-০ করেন। ডার্বি ম্যাচের আগে এই জয় বড় তৃপ্তির। 

[আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই ইডেনের ড্রেসিংরুমে আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement