shono
Advertisement

পাঁচ গোল দিয়ে ডুরান্ড কাপ শুরু মোহনবাগানের, চূর্ণ বাংলাদেশ আর্মি

প্রথমার্ধে তিনটির পরে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সবুজ-মেরুন।
Posted: 07:52 PM Aug 03, 2023Updated: 07:57 PM Aug 03, 2023

মোহনবাগান বাংলাদেশ আর্মি
(লিস্টন, মনবীর সিং-পেনাল্টি, সুহেল, হামতে, কিয়ান)

Advertisement

সংবাদ প্রতিদিন ডেজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুদ্দাড়িয়ে শুরু করল মোহনবাগান। বাংলাদেশের আর্মি দলকে দাঁড়াতেই দিল না সবুজ-মেরুন ব্রিগেড।পাঁচ-পাঁচটি গোল হজম করল বাংলাদেশের সেনা দল। প্রথমার্ধে তিন-তিনটি গোল করে মোহনবাগান ম্যাচ নিয়ে গিয়েছিল নিজেদের সাজঘরে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সবুজ-মেরুন।

এদিন ডুরান্ড কাপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান মমতা।

[আরও পড়ুন: ম্যাকহিউয়ের বিকল্প মোহনবাগানে, আসছেন রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানানো ডিফেন্ডার]

খেলা শুরু হতেই অন্য অবতারে ধরা দেন লিস্টন কোলাসো, সুহেল ভাটরা। খেলার ১৫ মিনিটে প্রথম গোলটি করেন লিস্টন। ডান প্রান্ত থেকে করা সেন্টার থেকে গোলটি করেন তিনি। ২৯ মিনিটে মনবীর সিং পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। ৩৯ মিনিটে ফের ব্যবধান বাড়ায় মোহনবাগান। লিস্টন কোলাসো যেন বলের উপরে জাদুদণ্ড ঘোরালেন। তাতেই মায়াজাল বিছোলেন বাংলাদেশ সেনা দলের পেনাল্টি বক্সে। তাঁর পাস থেকে বল পেয়ে গোল করেন সুহেল ভাট। বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিজানুর রহমান।

বিরতির পরে হামতে ৪-০ করেন। খেলার বয়স তখন ৫৮ মিনিট। লিস্টন কোলাসোর ফ্রি কিক থেকে ফ্লিক করেন মনবীর। হামতের কাছে বল এলে তিনি ভুল করেননি। ৮৯ মিনিটে কিয়ান নাসিরি ৫-০ করে যান। লিস্টনের শট আশরাফুল রানার হাতে লেগে ছিটকে বেরিয়ে এলে কিয়ান নাসিরি ৫-০ করে যান। দশ জনের বাংলাদেশ সেনা দলের আক্রমণে ছিল না কামড়। 

[আরও পড়ুন: টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতে অভিষেক, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্বপ্নপূরণ মুকেশ কুমারের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement