মোহনবাগান: ৩ (দীপেন্দু, শুভাশিস, কামিন্স)
নর্থইস্ট ইউনাইটেড: ২ (বেমামের, আজারি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। সোমবারের যুবভারতীতে দুবার পিছিয়ে পড়েও একেবারে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস-জেসন কামিন্সদের দাপটে চলতি আইএসএলে প্রথমবার জয়ের স্বাদ পেল সবুজ-মেরুন শিবির। ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে এদিন মাঠে নামলেন জেমি ম্যাকলারেনও।
ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও এই নর্থইস্টের কাছেই হারতে হয়েছিল। ট্রফি হাতছাড়া হয় সবুজ-মেরুন শিবিরের। তাই সোমবারের ম্যাচ ছিল মোহনবাগানের প্রতিশোধের লড়াই। বল দখলের নিরিখে বহু পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হয়ে উঠছিল নর্থইস্ট। তবে শেষ মুহূর্তে ম্যাচের রং বদলে দিলেন পরিবর্ত হিসাবে নামা কামিন্স। তাঁর গোলেই নিশ্চিত হল মোহনবাগানের তিন পয়েন্ট। এদিনের ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল গতবারের লিগ শিল্ডজয়ীরা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। মাত্র ৫ মিনিটের মাথায় বেমামেরের শট গোলে জড়িয়ে যায়। বিশাল কাইথ আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। কিন্তু পাঁচ মিনিটের মাথায় গোল শোধ করে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে দুরন্ত গোল তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের। ২৪ মিনিটে দুরন্ত প্রতিআক্রমণে গোল করেন নর্থইস্টের আজারি। বিরতির আগে পর্যন্ত ২-১ পিছিয়ে ছিলেন লিস্টন কোলাসোরা।
দ্বিতীয়ার্ধের বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পরে এগিয়ে যাওয়ার সুযোগ আসে মোহনবাগানের কাছে। ৬১ মিনিটে নর্থইস্ট গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে গোল করেন অধিনায়ক শুভাশিস বসু। যদিও তাঁর বিরুদ্ধে ফাউলের আবেদন করেন নর্থইস্টের ফুটবলাররা। সমতা ফেরানোর পরে সবুজ-মেরুনের আক্রমণ আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে কামিন্সের পা থেকে আসে জয়সূচক গোল। ৩-২ জিতে ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার প্রতিশোধ নিল মোহনবাগান।