shono
Advertisement
Mohun Bagan

ডুরান্ড ফাইনালে হারের পর ফের ধাক্কা মোহনবাগানের, আইএসএলের প্রথম ম্যাচে নেই আলবার্তো!

শনিবার ডুরান্ড ফাইনালে প্রথমার্ধেই চোটের জন্য মাঠ ছাড়তে হয় আলবার্তোকে। পরে কোচ মোলিনাও জানান, "রডরিগেজের চোট রয়েছে। সেকারণেই তাঁকে তুলে নিতে হয়।"
Published By: Subhajit MandalPosted: 01:44 PM Sep 01, 2024Updated: 05:11 PM Sep 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না মোহনবাগানের। একে ডুরান্ড ফাইনালে হারের যন্ত্রণা। তায় কলকাতা লিগের খেতাবি লড়াই থেকে ছিটকে যাওয়া। সেটার সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো এসে জুটল চোট সমস্যা। সবুজ-মেরুনের রক্ষণের অন্যতম ভরসা আলবার্তো রডরিগেজের চোট গুরুতর। আইএসএলের প্রথম ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না তাঁকে।

Advertisement

শনিবার ডুরান্ড ফাইনালে প্রথমার্ধেই চোটের জন্য মাঠ ছাড়তে হয় আলবার্তোকে। পরে কোচ মোলিনাও জানান, "রডরিগেজের চোট রয়েছে। সেকারণেই তাঁকে তুলে নিতে হয়।" সূত্রের খবর, স্প্যানিশ এই সেন্টার ব্যাকের চোট বেশ গুরুতর। আপাতত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের। ওই ম্যাচে আলবার্তোর খেলার সম্ভাবনা কার্যত নেই। আলবার্তো কবে মাঠে ফিরবেন স্পষ্ট নয়।

[আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষা শেষে ট্রফি, নর্থইস্ট ফুটবলারদের মুখে জন-বন্দনা]

আনোয়ার আলির অনুপস্থিতিতে মোহনবাগান রক্ষণ যে একধাক্কায় অনেকটা দুর্বল হয়েছে সেটা ডুরান্ডের শুরু থেকেই বোঝা গিয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হচ্ছে সবুজ-মেরুনকে। নক-আউট পর্বের সবকটি ম্যাচেই একের বেশি গোল হজম করতে হয়েছে মোলিনা ব্রিগেডকে। মোহনবাগানের নড়বড়ে এই রক্ষণ আলবার্তোর উপর অতিমাত্রায় নির্ভরশীল। তিনি দলে না থাকলে কী হতে পারে, সেটা বোঝা গিয়েছে শনিবারের ডুরান্ড ফাইনালের দ্বিতীয়ার্ধই।

[আরও পড়ুন: ‘দ্বিতীয়ার্ধটাই সব শেষ করে দিল’, ‘ভুল’ মানলেন সবুজ-মেরুন কোচ মোলিনা]

আইএসএলের শুরুতে আলবার্তোকে না পাওয়া গেলে কোচ মোলিনাকে নির্ভর করতে হবে আনকোরা তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের উপর। টম অলড্রেডের সঙ্গে সম্ভবত তাঁকেই রক্ষণের কেন্দ্রে নামাতে হবে সবুজ-মেরুনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার ডুরান্ড ফাইনালে প্রথমার্ধেই চোটের জন্য মাঠ ছাড়তে হয় আলবার্তোকে।
  • স্প্যানিশ এই সেন্টার ব্যাকের চোট বেশ গুরুতর। আপাতত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।
  • আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের।
Advertisement