সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কংগ্রেস (Congress) নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের (DK Shivakumar)। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওঠা কর ফাঁকি তথা আর্থিক তছরুপের মামলা খারিজ করল আদালত। লোকসভা ভোটের আগেভাগে শীর্ষ আদালতের (Supreme Court) এই রায়ে ফ্রন্টফুটে কংগ্রেস (Congress)। অন্যদিকে দক্ষিণের রাজ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজেপির (BJP) দুর্নীতির প্রচার বাধা পেল বলেই মনে করা হচ্ছে।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আর্থিক তছরুপের এই মামলাতে ইডি শিবকুমারকে গ্রেপ্তার করেছিল। তখন ক্ষমতায় ছিল বিজেপি। যদিও মাস খানেক বাদে দিল্লি হাই কোর্টে জামিন পান কংগ্রেস নেতা। জামিনে মুক্ত হয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছিলেন শিবকুমার। পাশাপাশি জানান, বিচারবিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তাঁর।
[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]
উল্লেখ্য, ২০১৭ সালে আয়কর বিভাগের অভিযান চালায় কংগ্রেস নেতার বাড়িতে। নগদ ৩০০ কোটি টাকা উদ্ধারের দাবি করা হয়। এর পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি (ED)। অন্যদিকে শিবকুমার অভিযোগ করেছিলেন, যে টাকা উদ্ধার হয়েছিল তা আসলে বিজেপির। কার্যত কর্নাটকের বর্তমান উপমুখ্যমন্ত্রীর অভিযোগেই সিলমোহর দিল শীর্ষ আদালত। পাশাপাশি বিচারপতিরা জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারে।