shono
Advertisement

সেই মোরবিতে জয়ী বিজেপি, ব্রিজ ভাঙলেও অক্ষত গেরুয়া গড়

ভোটের কোলাহলে হারিয়ে গেল মৃতের দীর্ঘশ্বাস!
Posted: 10:04 AM Dec 08, 2022Updated: 02:49 PM Dec 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজ ভাঙলেও অক্ষত গেরুয়া গড়! সেই মোরবি বিধানসভাতেই জয়ী বিজেপি। বিশ্লেষকদের ধারণা ভুল প্রমাণিত করে ফলাফল বলছে, কংগ্রেস প্রার্থী জয়ন্তীলাল জিরাভাই প্যাটেলকে নির্বাচনী ময়দানে কুপোকাত করেছে বিজেপির কান্তিলাল আমরুতিয়া। ৬২ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। আম আদমি পার্টির পঙ্কজ রনসরিয়া রয়েছেন তৃতীয় স্থানে।     

Advertisement

গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের কেবল সেতু ভেঙে পড়ে।প্রাণ হারান ১৪১ জন মানুষ। সেই মুহূর্তে ব্রিজে প্রায় ৫০০ জন ছিলেন বলে জানা গিয়েছিল। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। এর পরেই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। জানা যায়, সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে সেতু মেরামতের কাজ চলছিল। এর পরেই তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। যদিও কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না সংস্থার কাছে। তখনই বিরোধীরা অভিযোগ করেন, বিধানসভা ভোটের লোভে বিপজ্জনক অবস্থায় সেতু খুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: জনমতকে উপেক্ষা! রাজ্যসভার প্রথম ভাষণেই সুপ্রিম কোর্টকে নিশানা ধনকড়ের]

গুজরাটে ভোট প্রচারে গিয়ে মোরবি সেতু বিপর্যয় নিয়ে বিজেপিকে (BJP) তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজকোটের (Rajkot) সভায় কংগ্রেস (Congress) নেতা বলেন, অসংখ্য মানুষের মৃত্যুর পরেও মোরবির প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না, যেহেতু তাঁরা বিজেপির ঘনিষ্ঠ। তখনই স্পষ্ট হয়ে যায়, ব্রিজ দুর্ঘটনাকে হাতিয়ার করেই মোরবি, বিশেষ করে গুজরাটের গেরুয়া গড়ে ধস নামাতে চেয়েছিল কংগ্রেস ও আম আদমি পার্টি। কিন্তু, ব্যালট বাক্সের ঢাকনা খুলে দেখা যায় মোরবির মৃতরা ভোটে প্রভাব ফেলতে পারেননি। অনেকেই বলছেন, দুর্ঘটনার পর মোরবির বিদায়ী বিধায়ক ব্রিজেশ মেরজাকে টিকিট না দিয়ে কিছুটা ক্ষোভ প্রশমিত করেছে গেরুয়া শিবির।      

[আরও পড়ুন: ‘রাজ্যের স্বার্থের পাশাপাশি জাতীয় ইস্যুতেও সরব হতে হবে’, দিল্লিতে সাংসদদের পরামর্শ মমতার]

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার গুজরাট বিধানসভার ভোটগণনা শুরু হতেই দেখা যায় রাজ্যে এগিয়ে বিজেপি। আম আদমি পার্টি আশা জাগালেও ‘ভোট কাটওয়া’ তকমা ছাড়া তাদের ঝুলিতে সেই অর্থে উল্লেখযোগ্য কিছু আসেনি। দ্বিতীয় স্থান দখল করলেও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮২ আসনের গুজরাট বিধানসভায় ১৫০টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। ১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ৬টি আসনে আম আদমি পার্টি।            

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement