shono
Advertisement

অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৮৯. ৫২ শতাংশ

একদিনে করোনার বলি ১৫৩।
Posted: 08:32 PM May 26, 2021Updated: 08:33 PM May 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশ বা ইয়াস (Yaas) আতঙ্কের মাঝে স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৬,২২৫ জন।  যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার ৮৯. ৫২ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ৩,৪২৭ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার কোভিড গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৭৮ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,১৫৪ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,১৫৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,১৮,২০৩। 

[আরও পড়ুন: লম্বা হচ্ছে লাইন, এবার তৃণমূলে ফিরতে চাইলেন বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৫৩ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ৩৭ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ১৫ জন। হাওড়ায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ৮২৭ একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯, ০৭১ জন। তাঁদের মধ্যে ৪,০৪২ জন উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১১,৭৯, ৯৯৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯. ৫২ শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৬৩,৯৭৬ জনের।

[আরও পড়ুন: এবারেও ঝড়ের আগেই এলেন কান্তি, ফের দুর্যোগে রায়দিঘির মানুষের পাশে সিপিএম নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement