দীপঙ্কর মণ্ডল: মাধ্যমিক রিভিউয়ের ফল প্রকাশ হতেই বদলে গেল মেধা তালিকা। ব়্যাঙ্ক বদল হয়েছে প্রথম দশে থাকা তিনজন পড়ুয়ার। তবে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় বদল হয়নি।
গত ৩ জুন প্রকাশিত হয় চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik Exam 2022) ফল। তারপর রিভিউর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। মঙ্গলবার প্রকাশিত হল পূর্নমূল্যয়ণের রেজাল্ট। চলতি বছরে রিভিউয়ের আবেদন করেছিল ১০,৬৩৬ জন। তাঁদের মধ্যে ৯৩১ জনের নম্বর বদল হয়েছে। ত্রুটিনির আবেদন করেছিল ১ লক্ষ ৫ হাজার ৭১৩ জন। নম্বর বদল হয়েছে ১১ হাজার ৪৫৬ পড়ুয়ার। বদলে গিয়েছে পুরনো মেধা তালিকা। পূর্বের মেধাতালিকায় নাম ছিল ১১৪ জনের। এবার যোগ হল আরও ১৮ জন। অর্থাৎ মেধাতালিকায় স্থান পেল মোট ১৩২ জন। প্রথম দশে থাকা তিনজন পড়ুয়ার ব়্যাংক বদল হয়েছে।
[আরও পড়ুন: ‘চাকরি দেওয়ার জন্য উনি নাম চান, সুপারিশ করি’, SSC দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা]
এবছর উচ্চমাধ্যমিকে রিভিউ এবং স্ক্রুটিনি মিলিয়ে আবেদন করেছিলেন ৯৩ হাজার ৫৮৮ জন। দেড় হাজার আবেদন বাদ রেখে বাকি সবার ফলপ্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৮ হাজার ৫৭৬ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। তবে ২৭২ জনের মেধা তালিকায় কোনও পরিবর্তন হয়নি। এবার উচ্চমাধ্যমিকের মূল্যায়নে বেশিরভাগ ছাত্রছাত্রীর এক থেকে পাঁচ নম্বর বেড়েছে। তবে এক পড়ুয়ার বেড়েছে ৫৮ নম্বর। জানা গিয়েছে, তাঁর নম্বর যোগ করতে ভুল হয়েছিল। এত বড় ভুল কেন হল পরীক্ষকের কাছে কৈফিয়ৎ তলব করেছে সংসদ।