সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধের সুফল। ৭১ দিন পর রাজ্যের দৈনিক সংক্রমণ তিন হাজারের নিচে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন বাংলার ২,৭৮৮ জন। যা নিঃসন্দেহে সুখবর। নিম্নমুখী মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৫৮ জনের।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ৩৮৮ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ২৬৫ জন। যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে চিন্তা। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ২৪০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিং ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭৭,০৩৭।
[আরও পড়ুন: ফের তৃণমূলের শক্তিবৃদ্ধি, গঙ্গাজল ছিটিয়ে ৩০০ বিজেপি কর্মীকে ঘরে ফেরাল ঘাসফুল শিবির]
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৫৮ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। এদিনের মৃতদের মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার। ১১ জন কলকাতার (Kolkata)। জলপাইগুড়িতে একদিনে করোনার বলি ৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ২৪০। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ১১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৩৭, ১০৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ।