সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে বাগে আসছে করোনা (Coronavirus)। তবে এখনও রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংক্রমিতের হদিশ মিলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ৫ জন।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্তদের মধ্যে ১২১ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬২। শুধু মাত্র দক্ষিণ দিনাজপুর বাদে গত ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলা থেকেই নতুন সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, ৯৯, ৪৩৩। পজিটিভিটি রেট ৫.৭ শতাংশ।
[আরও পড়ুন: ‘আমি মন্দিরে বসেও রাজনীতি করি’, কবিগুরুর প্রয়াণ দিবসে বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে বিতর্ক]
একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৫ জনের। তাঁদের মধ্যে ২ জন বীরভূমের। কলকাতা, পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুরে একজন করে করোনার বলি। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৯১৭ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা ২০,৭০,৭৩১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭, ৩০২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৭, ০৪৩ জন। আর হাসপাতালে ভরতি ২৫৯ জন করোনা আক্রান্ত। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৬ হাজার ৫৭৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৪২৩ জন।