shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৯, বাড়ল অ্যাকটিভ কেস

এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০৪ জন।
Posted: 09:04 PM May 31, 2022Updated: 09:04 PM May 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লি ও মহারাষ্ট্রের মতো কয়েক রাজ্যের কোভিড গ্রাফ মাঝে মধ্যে বাড়াচ্ছে চিন্তা। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় বেশ খানিকটা বাড়ল সংক্রমণ। তবে এদিনও মৃত্যু শূন্য। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৯ জন। গতকালের তুলনায় টেস্টিংয়ের পরিমাণ খানিকটা বেড়েছে। দৈনিক পজিটিভিটি রেট ০.৬৬ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৪০৫ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি বেড়ে হয়েছে ২১ হাজার ২০৪ জন। কোভিডে সার্বিক মৃত্যুর হার ১.০৫ শতাংশ।

[আরও পড়ুন: পাথরপ্রতিমায় ৩ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন! কাঠগড়ায় ৮৮ বছরের বৃদ্ধ]

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩২৩ জন। হাসপাতালে ভরতির সংখ্যা বেড়ে হয়েছে ৩০। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৮৪৮ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৭ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৬৪ হাজার ৫৯১ জনকে।

[আরও পড়ুন: মেয়েকে খুন, পুলিশের হাত থেকে জামাইকে ছিনিয়ে গণপিটুনির চেষ্টা! ধুন্ধুমার হাওড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement