shono
Advertisement

Coronavirus Update: রাজ্যে দ্রুত কমছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যুহীন বাংলা

পজিটিভিটি রেট ০.৩৬ শতাংশ।  
Posted: 10:10 PM Mar 13, 2022Updated: 10:10 PM Mar 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বিধিপালনের সুফল যে মিলেছে বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। যা আগের দিনের তুলনায় কম। এদিন ফের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। 

Advertisement

২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৪৩৮ জন। পজিটিভিটি রেট ০.৩৬ শতাংশ।  

[আরও পড়ুন: সাড়ে চার বছরের শিশুর উপর ‘অ্যাসিড হামলা’, প্রতিবেশী যুবককে বেধড়ক মার স্থানীয়দের]

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮৭ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১৮। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ০৪০ জনের। মোট টেস্টিং ২৪, ৪৯৪, ৪৮৫।

পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ৬৩, ৭৬২ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ১০৫ হাজার ০০০ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: নদীতে ঘোরাফেরার পর মিলিয়ে গেল সুন্দরবনের জঙ্গলে, ফের পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement