shono
Advertisement

রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১৪ লক্ষের গণ্ডি, নিম্নমুখী দৈনিক মৃত্যু

সুস্থতার হার ৯৪. ৪৬ শতাংশ।
Posted: 07:14 PM Jun 03, 2021Updated: 08:35 PM Jun 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। দিন কয়েক আগেও দৈনিক সংক্রমিতের সংখ্যা ঘোরাফেরা করছিল ১৭ হাজারের আশেপাশে। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে  ৮, ৮১১। যা নিঃসন্দেহে আশার আলো। একইভাবে একধাক্কায় অনেকটা কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১০৮ জন।  পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রাজ্যবাসী।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ১,৮৪২ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগেরদিনের পর এদিনও উঃ ২৪ পরগনার দৈনিক ২ হাজারের নিচে। যা স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৭৬ জন। দীর্ঘদিন পর কলকাতার দৈনিক সংক্রমণ এক হাজারের কম। তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৬৫৬ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৫৯০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে ভয় বাড়াচ্ছে দার্জিলিং। একদিনে করোনা আক্রান্ত সেখানকার ৫৪১ জন। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,০৩, ৫৩৫।

[আরও পড়ুন: ‘সাবালকের ব্যর্থতা দেখতে নাবালককে আসতে হয়’, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তোপ অভিষেকের]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০৮ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৩০ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, ৯২১। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬, ৯৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৩, ২৫, ৮৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪. ৪৬ শতাংশ।  উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্য়ে এসেছে স্পুটনিক ভি। যার প্রতি ডোজের দাম ১২৫০ টাকা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement