সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে জারি করা কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে, তা বলাই বাহুল্য। আগের দিনের পর গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯, ৩৮৫ জন। নিম্নমুখী মৃত্যুও। একদিনে বাংলায় করোনার বলি ৩৩ জন। সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১,৮৭৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১,৮৬৩ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর প্রায় দ্বিগুণ। নিম্নমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের।
[আরও পড়ুন: সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে যাওয়াই কাল! বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৫৫২ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৭৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,০৭, ০৮৪।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১১ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ১২১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১১, ০৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭, ২৮, ৩৪০। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২৬.৪৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।