সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপট ঠেকাতে দেশে একটানা লকডাউন চলছে। কিন্তু তাতে সংক্রমণে ইতিটানা তো দূরে থাক, লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু নতুন রেকর্ড তৈরি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টা শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যা আতঙ্ক বাড়াচ্ছে।

করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৯০ জন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে শুক্রবার সকাল ন’টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬,৩৪২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৮৮৬ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থতার হারও নেহাত মন্দ নয়। এ পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন ১৬,৫৩৯ জন। যা প্রায় ২৮ শতাংশ বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন : ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় দায়ের এফআইআর, তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন]
বৃহস্পতিবারই লকডাউন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দিল্লির এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া। তাঁর কথায়, লকডাউনের পর আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন-জুলাই মাসে এই সংখ্যা সর্বাধিক হতে পারে।ড. রণদীপ গুলেরিয়া বলেন, “ইটালি, চিনে লকডাউন তুলে দেওয়ার পর কড়াভাবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে। তার সুফলও পেয়েছে দেশবাসী। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই একই ফল মিলবে তা বলা যাচ্ছে না।” উলটে তাঁর আশঙ্কা, “এখন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে জুন-জুলাইয়ে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হতে পারে।”
[আরও পড়ুন : দিল্লির সুরাপ্রেমীদের জন্য নতুন ব্যবস্থা, মদ কিনতে এবার অনলাইনে কুপন]
The post দেশে মৃত্যুর নতুন রেকর্ড, উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় করোনার বলি শতাধিক appeared first on Sangbad Pratidin.