shono
Advertisement
Salman Khan

ভিকির কাছেও হার ভাইজানের! বক্স অফিসে 'সিকন্দর' হওয়ার দৌড়ে ব্যর্থ সলমন

প্রথমদিন কেমন ফল করল সলমনের সিকন্দর?
Published By: Manasi NathPosted: 10:02 AM Mar 31, 2025Updated: 10:02 AM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই মহাসমারোহে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'। খুশির ইদে মুক্তির সঙ্গে সঙ্গে দর্শক অনুরাগীদের মনে ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই প্রকাশ পেল 'সিকন্দর'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন রিপোর্ট। আর সেই ফলাফলই জানিয়ে দিচ্ছে, প্রথম দিনের নিরিখে 'সিকন্দর' ভিকি কৌশলের 'ছাবা'কে হারাতে ব্যর্থ।

Advertisement

স্যাকনিকের রিপোর্ট বলছে, ভিকি কৌশল অভিনীত 'ছাবা' ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ৩১ কোটি। সেই রেকর্ড ভাঙতে পারল না 'ভাইজান'। তাঁর 'সিকন্দর'-এর প্রথম দিনের কালেকশন ২৬ কোটি। ইতিপূর্বে ইদে সলমনের মুক্তিপ্রাপ্ত ছবিগুলির নিরিখেও তা বেশ খারাপ। ২০১৬ সালের ইদে মুক্তি পায় সলমন অভিনীত 'সুলতান'। যার প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ৩৬.৫৪ কোটি। এরপর ২০২৩ সালের ইদে মুক্তি পায় সলমন খান অভিনীত 'টাইগার থ্রি', যার প্রথম দিনের কালেকশন ছিল ৫৩.৩ কোটি। সেই হিসাবেও সলমনের নিজের অন্যান্য ছবির তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে 'সিকন্দর'।

পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাবেও আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি। 'জওয়ান' যেখানে প্রথম দিন বিশ্বজুড়ে ১০৯ কোটির ব্যবসা করেছিল, সেখানে 'সিকন্দর'-এর কালেকশন মাত্র ৫৪ কোটি। যা মোহনলালের নতুন ছবি ‘এল ২: এমপুরন’-এর প্রথমদিনের কালেকশনের(৬৭ কোটি) থেকেও কম। এই হিসাব দেখেই সিনে বিশেষজ্ঞরা 'সিকন্দর'-এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। উল্লেখ্য ২০২৩ সালে সলমন অভিনীত শেষ ছবি 'কিসি কি ভাই কিসি কি জান' মুক্তি পেয়েছিল। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 'সিকন্দর'কে তাই অনুরাগীরা সলমনের তুরুপের তাস মনে করছিল। এখন সমস্ত ঝড় ঝাপটা সামলে ছবিটি বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবারই মহাসমারোহে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'।
  • প্রথম দিনের নিরিখে 'সিকন্দর' ভিকি কৌশলের 'ছাবা'কে হারাতে ব্যর্থ হয়েছে।
  • বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাবেও আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি।
Advertisement