টিটুন মল্লিক, বাঁকুড়া: কাঁধে ঢাক। আশপাশে দলীয় কর্মী-সমর্থক। বুধবার ঠিক এভাবেই বাঁকুড়ার জুনবেদিয়া বদড়া গ্রামে ঘুরে বেড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। গ্যাসের দাম কমার মতো সুখবর এভাবেই গ্রামবাসীদের জানালেন তিনি।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকারের। একধাক্কায় ২০০ টাকা করে কমছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। ফলে প্রায় দেড়বছর বাদে হাজারের নিচে নামল LPG সিলিন্ডারের দাম। প্রায় ৩১ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন। শুধু তাই নয়, উজ্জ্বলা যোজনার আওতায় আরও ২০০ টাকা ভরতুকি দেওয়া হবে। অর্থাৎ উজ্বলা যোজনার আওতায় ভরতুকির পরিমাণ বেড়ে হচ্ছে ৪০০ টাকা।
[আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ি বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট]
মঙ্গলবার সুখবর ঘোষণার পরই প্রচারে কোমর বেঁধে নেমেছেন বিজেপি নেতা-কর্মীরা। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ঢ্যাঁড়া পেটানোর ভঙ্গিমায় কাঁধে ঢাক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন। গ্যাসের দাম কমার কথা সকলকে জানান তিনি। তৃণমূল অবশ্য সুভাষ সরকারকে কটাক্ষ করেছেন। সামনে লোকসভা নির্বাচন বলে ‘লোক দেখিয়ে’ গ্যাসের দাম কমানো হয়েছে বলেই দাবি ঘাসফুল শিবিরের।