shono
Advertisement

ঘুরছে যুদ্ধের চাকা! এবার রাশিয়ায় মিসাইল হামলা ইউক্রেনীয় ফৌজের

শুরুতে বিপাকে পড়লেও ক্রমে লড়াইয়ে ফিরছে ইউক্রেন।
Posted: 10:16 AM Jul 29, 2023Updated: 10:20 AM Jul 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতে বিপাকে পড়লেও ক্রমে লড়াইয়ে ফিরছে ইউক্রেন। রুশ বাহিনীর হাত থেকে হারানো জমি উদ্ধারে গত মাস থেকেই ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা মার শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইতিমধ্যেই ‘রক্তের স্বাদ’ পেয়েছে জেলেনস্কি বাহিনী। বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে তারা। শুধু তাই নয়, এবার নাকি রুশ ভূখণ্ডেও হামলা চালাচ্ছে জেলেনস্কি বাহিনী।

Advertisement

এএফপি সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ রাশিয়ার রোস্তভ শহরে মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করেছে এয়ার ডিফেন্স সিস্টেম। তবে খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ১২ জন আহত বলে দাবি করেছে মস্কো। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন সীমান্তে অবস্থিত রোস্তভ শহরে এর আগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গোলন্দাজ বাহিনীও নিশানা করেছে শহরটিকে। তবে মিসাইল হামলা সেই অর্থে হয়নি। তাই মনে করা হচ্ছে, এবার আরও আক্রমণাত্মক হয়ে উঠছে জেলেনস্কি বাহিনী।

প্রসঙ্গত, লড়াইয়ের শুরুতে ব্যাকফুটে থাকলেও ক্রমে জমি শক্ত করছে ইউক্রেন। রাশিয়ার হাত থেকে হারানো জমি উদ্ধার করতে জুন মাসে ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা মার শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইতিমধ্যেই ‘রক্তের স্বাদ’ পেয়েছে জেলেনস্কি বাহিনী। ডোনেৎস্কের উত্তরে রুশ সেনার হাত থেকে বেশ কয়েকটি গ্রাম উদ্ধার করেছে ইউক্রেনীয় ফৌজ।

[আরও পড়ুন: বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন রাশিয়ার! বিপর্যয় কি অনিবার্য?]

বলে রাখা ভাল, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু দোনবাস। ডোনেৎস্ক ও লুহান্সক মিলে তৈরি এই অঞ্চল। শুরু থেকেই এখানে রুশপন্থীদের দাপট রয়েছে। ভৌগলিকভাবে ইউক্রেনের অংশ হলেও সেখানে কোনওদিন সেই অর্থে কিয়েভের নিয়ন্ত্রণ ছিল না। মার্কিন থিংক ট্যাংক ‘ইন্সটিটিউট অফ দ্য স্টাডি অফ ওয়ার’ জানিয়েছে ফ্রন্টলাইনের অন্তত চরটি সেক্টরে ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা হামলা শুরু করেছে জেলেনস্কি বাহিনী।

[আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার যম! চিনকে চিন্তায় ফেলে সেই মার্কিন হাতিয়ারই এবার তাইওয়ানের হাতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement