সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের কামড়ে রক্তাক্ত মস্কো। বারুদের গন্ধে হাওয়া ভারী রুশ রাজধানীর। আতঙ্ক গ্রাস করেছে শহরবাসীকে। শেষ পাওয়া তথ্য মোতাবেক, শুক্রবার রাতে মস্কোর কনসার্ট হলে জেহাদি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত দেড়শোরও বেশি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। উঠে আসছে হাড়হিম করা তথ্য।
গতকাল মস্কো শহরের অদূরে ক্রকাস মিউজিক হল নামে একটি অডিটোরিয়ামে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, পাঁচজন জঙ্গি কনসার্ট হলে দর্শক হিসেবে ঢুকেছিল। সেখানে ‘পিকনিক’ নামে একটি ব্যান্ডের গানের অনু্ষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন অনেকেই। অনুষ্ঠান শুরুর মুখে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গ্রেনেডও ছোড়ে। অন্তত ১৫ থেকে ২০ মিনিট চলে তাণ্ডব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্ট হলের ভিতরে দর্শকরা সবাই মাটিতে শুয়ে পড়েছিলেন। হলের বেসমেন্টে শতাধিক মানুষ আশ্রয় নেন। রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, এটি জঙ্গি হামলার ঘটনা। এই ঘটনার নিন্দা করেছে আমেরিকা। তবে আমেরিকার তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনও যোগ নেই। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
[আরও পড়ুন: জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম থেকে ধৃত ভারতের আইসিস প্রধান]
এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS)। শুক্রবার নিজেদের টেলিগ্রাম চ্যানেল ‘আমাক’-এ বিবৃতি দিয়ে হামলার কথা ঘোষণা করেছে আইএস। ফলে গোটা রাশিয়া জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। আসন্ন হামলার মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রুশ নিরাপত্তা সংস্থাগুলো। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন নিহত ও আহতদের পরিবারের পাশে আছে প্রশাসন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন তিনি।
দেখুন ভিডিও: