shono
Advertisement

স্কুলে প্রিন্সিপালের ঘর থেকে উদ্ধার কন্ডোমের প্যাকেট, মদের বোতল! তুমুল শোরগোল

ইতিমধ্যেই ইংরাজি মাধ্যম স্কুলটিকে সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted: 07:52 PM Mar 26, 2023Updated: 07:52 PM Mar 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসরুম কিংবা ছাত্রদের হস্টেল নয়, একেবারে প্রিন্সিপালের ঘর থেকে উদ্ধার হল কন্ডোমের প্যাকেট, মদের বোতল! মধ্যপ্রদেশের মোরিনা জেলার ঘটনার কথা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি ওই জেলার একটি ইংরাজি মাধ্যম স্কুলে সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। কমিশন ও জেলা শিক্ষা আধিকারিক একে পাঠকের নেতৃত্বেই স্কুলটির আনাচে-কানাচে দেখা হয়। আর তখনই চক্ষু চড়কগাছ তাঁদের। প্রিন্সিপাল যে রুমটিতে বসেন, সেখান থেকেই এই সব সামগ্রী উদ্ধার করা হয়েছে। এখানেই শেষ নয়, শিশু সুরক্ষা কমিটির সদস্য ডা. নিবেদিতা শর্মার অভিযোগ, স্কুলের লাইব্রেরি থেকে বেশ কিছু ধর্মীয় পোস্টারও পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে নজিরবিহীন সাজা, ৪ হাজার কোটি প্রতারণায় ২৫০ বছর জেল চিট ফান্ড কর্তার]

ইতিমধ্যেই মোরিনার কালেক্টরকে স্কুলটি সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে আবগারি বিভাগ। নিবেদিতা শর্মা জানান, “রুটিন মাফিক স্কুল পরিদর্শনে যাওয়া হয়েছিল। কিন্তু এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘোরার পরই আমরা বিস্মিত হয়ে যাই। কারণ একটি আবাসনের মধ্যে স্কুলটি তৈরি। এক মালিকানাও একজনের নয়। অনেকের মধ্যে বিভক্ত। সেখানে অনেকে স্থায়ীভাবে বসবাসও করে।” তবে এখানেই অবাক হওয়ার ইতি ঘটেনি। স্কুল ক্যাম্পাসের মধ্যে মদের বোতল পাওয়া গিয়েছে। যা আইনবিরুদ্ধ। এছাড়াও কন্ডোমের প্যাকেট ও আরও কিছু অপ্রীতিকর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রিন্সিপাল সাফ জানিয়ে দেন, স্কুল ক্যাম্পাস এবং আবাসন সম্পূর্ণ আলাদা। আর মদের খালি বোতল পাওয়া গিয়েছে। স্কুল মদ্যপান হয় না।

[আরও পড়ুন: ‘বিজলি, বিজলি’, গানে নেচে ডান্স ফ্লোর মাতালেন ‘সোনার ছেলে’ নীরজ, ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement