সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীটনাশক মেশানো জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল একটি সাপ (Snake)। যার পর অবিশ্বাস্য কাণ্ড করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক পুলিশকর্মী। তিনি সিপিআর দিয়ে সাপের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ঠিকই পড়ছেন, সাপের মুখে মুখ দিয়ে নিজের শ্বাসের মাধ্যমে প্রাণীটির চেতনা ফেরানোর চেষ্টা করেন মধ্যবয়স্ক ওই ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও প্রশ্ন উঠছে, সাপের মতো সরীসৃপকে এভাবে বাঁচানো যায় কি না।
ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের নর্দদাপুরমের। এলাকার একটি পাইপ লাইনে ডুকে পড়েছিল সাপ। তাকে তাড়াতে পাইপে কীটনাশক মেশানো জল ঢেলে দেন স্থানীয় বাসিন্দারা। এর পরেই চেতনা হারায় সাপটি। খানিক বাদে ঘটনাস্থলে পৌঁছান কনস্টেবল অতুল শর্মা। যিনি একজন স্বশিক্ষিত সর্প উদ্ধারকারীও বটে। ভিডিওতে দেখা গিয়েছে, অতুল দেখার চেষ্টা করছেন সাপটি আদৌ শ্বাস নিতে পারছে কিনা। এর পরেই সাপটিকে হাতে তুলে মুখে মুখ লাগিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করেন।
[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]
এর পর সাপটিকে মাটিতে নামিয়ে তার গায়ে অল্প জল ঢেলে দেন। খানিক পরেই দেখা যায় সাপটি নড়ে উঠছে। জনতা হাততালি দিয়ে ওঠে। স্থানীয়রা জয়ধ্বনি দেন পুলিশকর্মীর নামে। অতুল দাবি করেছেন, গত ১৫ বছরে কমপক্ষে ৫০০ সাপ উদ্ধার করেছেন তিনি। জানান, নিয়মিত ডিসকভারি চ্যানেল দেখেন তিনি। সেখান থেকেই সবকিছু শিখেছেন। যদিও পশুচিকিৎসকদের বক্তব্য, সিপিআর দিয়ে সাপের চেতনা ফেরানো যায় না। সম্ভবত এক সময় স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরেছিল সাপটির।