shono
Advertisement

মুখে প্রস্রাব কাণ্ড: বিজেপি নেতার মুক্তির দাবিতে সরব সেই আদিবাসী যুবকই

'গ্রামের পণ্ডিত'কে মুক্তি দিতে হবে, সরব নিগৃহীত যুবক।
Posted: 01:40 PM Jul 08, 2023Updated: 01:40 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই জেল থেকে মুক্তি দেওয়া হোক। মুখে প্রস্রাব করার অভিযোগে আটক ‘বিজেপি কর্মী’র মুক্তির দাবি জানালেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ওই আদিবাসী যুবক স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাষ্মান্ত রাভে নামে ওই আদিবাসী যুবক জানিয়েছেন, সরকারের কাছে অভিযুক্তকে মুক্তি দেওয়ার দাবি করবেন তিনি। প্রসঙ্গত, আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করছেন ‘বিজেপি কর্মী’ প্রবেশ শুক্লা, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরেই জাতীয় সুরক্ষা আইনের ভিত্তিতে আটক করা হয় অভিযুক্তকে।

Advertisement

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন দাষ্মান্ত। সেখানেই সাফ জানান, “অভিযুক্ত আসলে ভুল করে ফেলেছে। তবে সরকারের কাছে আমার আবেদন, প্রবেশ শুক্লাকে এবার মুক্তি দেওয়া হোক। যা হওয়ার সব হয়ে গিয়েছে, উনি নিজের ভুল বুঝতে পেরেছেন।” মুখে প্রস্রাব করার মতো অপমানজনক আচরণের পরেও কেন অভিযুক্তের মুক্তি চাইছেন, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় দুষ্মান্তকে। 

[আরও পড়ুন: কোটি টাকার মার্সিডিজ ছেড়ে অটোয় চড়ে মুম্বই ভ্রমণ, সারা যেন ঠিক পাড়ার মেয়ে, দেখুন কাণ্ড]

তবে এই প্রশ্নের উত্তরে আদিবাসী যুবক সাফ জানান, “উনি আমাদের গ্রামের পণ্ডিত সম্প্রদায়ভুক্ত। তাই গ্রামের তরফে আমরা চাই, প্রবেশ শুক্লাকে মুক্তি দেওয়া হোক। আমাদের একটাই দাবি, গ্রামে পাকা রাস্তা তৈরি করে দিতে হবে। আর কিছুই দরকার নেই।” প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) সঙ্গে দেখা করেন দাষ্মান্ত। সেখানে তাঁর পা ধুইয়ে দিয়ে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী। মোট সাড়ে ছয় লক্ষ টাকার আর্থিক সাহায্যও দেওয়া হয় আদিবাসী যুবককে।

শিবরাজের সঙ্গে দেখা করার পরের দিনই অভিযুক্তের মুক্তির দাবি জানালেন দুষ্মান্ত, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, মুখে প্রস্রাব করার ভিডিও ভাইরাল হওয়ার পরেও অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাননি আদিবাসী যুবক। তিনি পুলিশকে জানিয়েছেন, ভিডিওটি বানানো। এবং এই মর্মে তিনি নাকি হলফনামাও জমা দিতে ইচ্ছুক ছিলেন। যদিও সূত্রের দাবি, জোর করেই তাঁকে দিয়ে এমনটা বলানো হচ্ছিল। তারপরেই প্রকাশ্যে অভিযুক্তের মুক্তি চাইলেন দাষ্মান্ত। গোটা ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে বলেই প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: এক ঘণ্টাতেই শেষ ভোট, বন্ধ ব্যালট বাক্স! ইসলামপুরে ভোটারদের ফেরানো হল বাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement