সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পছন্দের বোলার কে? এক অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। তিনি সর্বসমক্ষে জানান জশপ্রীত বুমরাহর নাম।
কিন্তু পছন্দের ব্যাটার? এই প্রশ্নে ধোনি ব্যাকফুটে। সরাসরি নির্দিষ্ট কোনও ব্যাটারের নাম তিনি নেননি। ধোনি বলেছেন, ''বুমরাহ এসে যাওয়ার পরে পছন্দের বোলার বেছে নেওয়ার কাজ খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পছন্দের ব্যাটার খুঁজে নেওয়া খুবই কঠিন। কারণ আমাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। তার অর্থ এই নয় যে বোলাররা ভালো নয়। ব্যাটারদের মধ্যে থেকে কোনও একজনকে বেছে নেওয়া সত্যিই খুব কঠিন। আমি যাকেই ব্যাট করতে দেখি, তাকেই সেরা বলে মনে হয়। টিম ইন্ডিয়া যতদিন ভালো খেলছে, ততদিন নির্দিষ্ট কোনও ব্যাটারকে আমি বাছতে বসব না। আশা রাখব, তারা রান করে যাবে। আমার পছন্দের বোলার জশপ্রীত বুমরাহ।''
দেশের সেরা বোলার বুমরাহ, এবিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ব্যাটার হিসেবে এখনও দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে ক্রীড়াপ্রেমীদের মনে। কেউ মনে করেন বিরাট কোহলি আবার কারও কাছে রোহিত শর্মা সেরা। ধোনি অবশ্য এই তুলনায় যেতে রাজি নন। নির্দিষ্ট কোনও ব্যাটারের নাম উচ্চারণ করেননি দেশের অন্যতম সফল অধিনায়ক।
[আরও পড়ুন: টিকিট চেকার থেকে অলিম্পিকে পদক, ধোনির পদাঙ্ক অনুসরণ করেই সাফল্য স্বপ্নিলের]
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অবদান রয়েছে বুমরাহর। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। বুমরাহর আগে বিরাট কোহলি ২০১৪ ও ২০১৬ সালে পরপর দুবার টুর্নামেন্টের সেরা হয়েছিলেন। বুমরাহ ১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হন।