shono
Advertisement

সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে ভাজ্জি!

ভাজ্জি টুইটারে সৌরভের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, "ভারতের সর্বকালের সেরা অধিনায়ক আপনি৷ বিদেশের মাটিতে আপনিই জয়ের মন্ত্র দিয়েছিলেন দলকে৷
Posted: 01:32 AM Jul 10, 2016Updated: 08:13 PM Jul 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রিয় ‘দাদা’কে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন হরভজন সিং৷ কিন্তু কে জানত সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়তে হবে তাঁকে! আসলে সৌরভকে শুভেচ্ছা জানালেও মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি৷ আর তাতেই ভক্তদের তীব্র বিদ্রুপের মুখে পড়তে হল ভাজ্জিকে৷

Advertisement

ভারতীয় স্পিনারের সঙ্গে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভের ভাল সম্পর্কের কথা ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়৷ সৌরভের আমলেই বাইশ গজে অভিষেক ঘটেছিল হরভজনের৷ ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ৩২টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি৷ তারপর থেকেই ক্রিকেট বিশ্ব তাঁকে ‘টার্বুনেটর’ নামে চেনে৷ দাদার প্রতি তাই চিরকালই বাড়তি শ্রদ্ধা রয়েছে তাঁর৷ কিন্তু সৌরভকে কী এমন টুইট করলেন ভাজ্জি, যাতে ধোনি ভক্তেরা এক্কেবারে রেগে লাল হয়ে গেলেন?

ভাজ্জি টুইটারে সৌরভের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, “ভারতের সর্বকালের সেরা অধিনায়ক আপনি৷ বিদেশের মাটিতে আপনিই জয়ের মন্ত্র দিয়েছিলেন দলকে৷ চ্যাম্পিয়ন, যোদ্ধা ও একজন বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷” সৌরভকে মনে করে শুভেচ্ছা জানালেও তার ঠিক আগের দিন অর্থাৎ ৭ জুলাই ক্যাপ্টেন কুলকে ‘হ্যাপি বার্থডে’ বলেননি ভাজ্জি৷

ধোনির ভক্তদের এই অভিযোগ তো আছেই, সেই সঙ্গে সৌরভকে সর্বকালের সেরা বলা নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা৷ বিদ্রুপে ভরা একের পর এক টুইটে বিদ্ধ ‘পাঞ্জাব দা পুত্তর’৷

ধোনির সমর্থকরা কটাক্ষ করে লিখেছেন, হরভজনকে বাদ দিয়ে অশ্বিনকে বেছে নেওয়ায় তাঁর হিংসা হয়েছে৷ সেই জন্যই এমন মন্তব্য৷

আরেকজন আবার লিখেছেন, ধোনির আমলে হরভজনকে সতীর্থদের জন্য জল বইতে হয়েছিল৷ পরে দল থেকে বাদও পড়েছিলেন৷ সেই হতাশা থেকেই এই কথা বলছেন ভাজ্জি৷ তাঁদের একটাই প্রশ্ন, সৌরভ যদি সেরা হন, তবে ধোনি কে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement