সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপক চাহারের (Deepak Chahar) মতো অপরিণত কাউকে দেখেননি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
একাধিক ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করেছেন ধোনি। কিন্তু দীপক চাহারের মতো কাউকে দেখেননি বিশ্বখ্যাত অধিনায়ক।
[আরও পড়ুন: আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন জাস্টিন ল্যাঙ্গার, জেনে নিন কোন দল?]
চেন্নাই সুপার কিংসে দীপক চাহার ধোনির সতীর্থ। সেই অভিজ্ঞতা শেয়ার করে এমএস ধোনি বলেন, ”দীপক চাহারকে ব্যাখ্যা করার মতো কোনও শব্দ নেই আমার কাছে। ও যখন খুশি আসে আমার কাছে আর আমার মাথা খারাপ করে দিয়ে চলে যায়।”
এখানেই শেষ নয়, চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার প্রসঙ্গে ধোনি আরও বলেন, ”দীপক অনেকটা মাদকের মতো। আশপাশে না থাকলে মনে হয়, ও কোথায় আছে। আবার কাছকাছি থাকলে মনে হবে, কেন আছে! আমার জীবদ্দশায় হয়তো ওকে পরিণত অবস্থায় দেখতে পাব না।’’ এ তো গেল ধোনির কথা।
আর দীপক চাহার কী বলছেন ধোনি সম্পর্কে? ক্যাপ্টেন ধোনি তাঁর বোলারদের সঙ্গে কীরকম ব্যবহার করেন, সেপ্রসঙ্গে সম্প্রতি বলেছেন দীপক চাহার। ”চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম বার ডেথ ওভারে বল করছিলাম। ডেথ ওভারে এর আগে আমাকে প্রয়োজন হয়নি। শার্দূল, ব্রাভোরা ডেথ ওভারে বল করত। ব্রাভো চোট পেল। তখন আমাকেই ডেখ ওভারে বল দেওয়া হল। খুব কঠিন একটা ম্যাচে আমার হাতে বল তুলে দেওয়া হল।” তার পরের ঘটনা কী হয়েছিল? পরপর দুটো বিমার দিয়ে ওভার শেষ করেছিল চাহার। তার পরে ধোনি ভর্ৎসনা করেছিলেন চাহারকে। তিনি বলেছিলেন, ”ধোনি এসে আমাকে বলে, তুমি এমন আচরণ করছো যেন সব জানো। এভাবে বল করছ কেন? আমি ভাবলাম, আমার কেরিয়ার বুঝি শেষ হয়ে গেল। পরের পাঁচ বলে আমি পাঁচ রান দিয়েছিলাম। ম্যাচের শেষে ধোনি ভাই আমাকে জড়িয়ে ধরেছিল।”